ক্রীড়া ডেস্ক
ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
ফর্ম খারাপ হলে তারকা খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি সাধারণ ব্যাপার। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জন্য ব্যাপারটা যেন একটু ভিন্ন। রিয়াল মাদ্রিদে এসে তিনি যে বর্ণবাদী আক্রমণের শিকার হবেন, সেটা অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম যেন তাঁর কাছে ‘অপয়া’।
ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গতকাল ভ্যালেন্সিয়া-লা লিগার ম্যাচটি এমনিতেই ছিল ঘটনাবহুল। এক সময় ২-২ সমতায় ছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের গোল বাতিল হওয়ায় জুড বেলিংহাম তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এরপরই লাল কার্ড দেখেন বেলিংহাম। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। রিয়ালের দুটি গোলই করেন ভিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই ভিনিই ম্যাচ শেষে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। লা লিগা এটা নিয়ে তদন্ত করছে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে অপ্রাপ্তবয়স্ক এক দর্শক বানর বলে ডেকেছে। ইএসপিএন ব্রাজিল ভিডিওটি পোস্ট করে এবং এটি রেকর্ড করেন এক নারী। ম্যাচে পুলিশ ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
মেস্তায়ায় সর্বশেষ ২০২৩ এর মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলেন ভিনিসিয়ুস। ১০ মাস আগে সেই ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তখন ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। এমন ঘটনা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো ঘটেনি। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষ দলও উৎসাহ পায়।’ বর্ণবাদের ঘটনায় তখন লা লিগা ও ভিনি একে অপরকে পাল্টা জবাব দিতে থাকেন। এমনকি সেই ঘটনার (বর্ণবাদী আক্রমণ) প্রমাণ সামাজিকমাধ্যমে কয়েকদিন পরই দেন ভিনি।
আরও পড়ুন:
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
২ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগে