ক্রীড়া ডেস্ক
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে