ক্রীড়া ডেস্ক
ঢাকা: এই তো ১৯ মে কিলিয়ান এমবাপ্পের গোলে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে টানা দুটি ফরাসি কাপ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তখন এমবাপ্পে নিজেকে বড় সুখী মানুষ বলে দাবি করেছিলেন। কাল সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সিস-লে ব্লেতে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নেইমাররা। এ ম্যাচেও গোল করেছেন এমবাপ্পে।
কিন্তু ভাগ্য এবার তাঁর দিকে হাসেনি। রেমন্ড কোপা স্টেডিয়ামে অঁজেকে ২-১ গোলে হারিয়ে নেইমারদের টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয়ে বাঁধ সেধেছে লিল।
কাল পিএসজির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে থেকে অঁজের বিপক্ষে খেলতে নামে লিল। পিএসজির খেলা লিলের জন্য তেমন কোনো প্রভাব ফেলেনি ঠিকই। তবে লিলকে খেয়াল রাখতে হতো যেন নিজেরা না হেরে যায়। কাল এসব সমীকরণ যেন লিলের হয়েই কথা বলেছে! অঁজেকে ২-১ গোলে হারিয়ে ১০ বছর পর নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে লিল।
ফ্রান্সিস লা-ব্লেতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পিএসজি। একের পর এক আক্রমণ করলেও তা লক্ষ্যভেদ করতে পারছিল না। এরই মধ্যে ১৮ মিনিটে অন্যরকম ‘চমক’ দেখিয়েছেন নেইমার। পেনাল্টিতে পাওয়া সুযোগ গোলপোস্টের বাইরে শট করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার স্বাগতিকেরা ‘উপকার’ করেই দিল সফরকারীদের। ৩৭ মিনিটে ব্রেস্ত মিডফিল্ডার রমাঁ ফেভ্রর আত্মঘাতী গোলে প্রথম গোল পায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। এতে রীতিমতো হাঁপিয়ে উঠছিলেন ব্রেস্ত খেলোয়াড়েরা। ৭১ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ২-০ গোলে জিতলেও লিগ ওয়ান শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি তাঁদের।
শিরোপা হাতছাড়ার দুঃখেও একটা দিক থেকে ‘সান্ত্বনা’ খুঁজতে পারেন এমবাপ্পে। ২৭ গোল করে গোল্ডেন বুট উঠেছে তাঁর পায়েই। এ নিয়ে হ্যাটট্রিক গোল্ডেন বুট জিতেছেন ফরাসি তারকা স্ট্রাইকার।
ঢাকা: এই তো ১৯ মে কিলিয়ান এমবাপ্পের গোলে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে টানা দুটি ফরাসি কাপ জিতেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তখন এমবাপ্পে নিজেকে বড় সুখী মানুষ বলে দাবি করেছিলেন। কাল সেই আত্মবিশ্বাস নিয়ে ফ্রান্সিস-লে ব্লেতে ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নেইমাররা। এ ম্যাচেও গোল করেছেন এমবাপ্পে।
কিন্তু ভাগ্য এবার তাঁর দিকে হাসেনি। রেমন্ড কোপা স্টেডিয়ামে অঁজেকে ২-১ গোলে হারিয়ে নেইমারদের টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয়ে বাঁধ সেধেছে লিল।
কাল পিএসজির চেয়ে ১ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে থেকে অঁজের বিপক্ষে খেলতে নামে লিল। পিএসজির খেলা লিলের জন্য তেমন কোনো প্রভাব ফেলেনি ঠিকই। তবে লিলকে খেয়াল রাখতে হতো যেন নিজেরা না হেরে যায়। কাল এসব সমীকরণ যেন লিলের হয়েই কথা বলেছে! অঁজেকে ২-১ গোলে হারিয়ে ১০ বছর পর নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে লিল।
ফ্রান্সিস লা-ব্লেতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পিএসজি। একের পর এক আক্রমণ করলেও তা লক্ষ্যভেদ করতে পারছিল না। এরই মধ্যে ১৮ মিনিটে অন্যরকম ‘চমক’ দেখিয়েছেন নেইমার। পেনাল্টিতে পাওয়া সুযোগ গোলপোস্টের বাইরে শট করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার স্বাগতিকেরা ‘উপকার’ করেই দিল সফরকারীদের। ৩৭ মিনিটে ব্রেস্ত মিডফিল্ডার রমাঁ ফেভ্রর আত্মঘাতী গোলে প্রথম গোল পায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। এতে রীতিমতো হাঁপিয়ে উঠছিলেন ব্রেস্ত খেলোয়াড়েরা। ৭১ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ২-০ গোলে জিতলেও লিগ ওয়ান শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি তাঁদের।
শিরোপা হাতছাড়ার দুঃখেও একটা দিক থেকে ‘সান্ত্বনা’ খুঁজতে পারেন এমবাপ্পে। ২৭ গোল করে গোল্ডেন বুট উঠেছে তাঁর পায়েই। এ নিয়ে হ্যাটট্রিক গোল্ডেন বুট জিতেছেন ফরাসি তারকা স্ট্রাইকার।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪৪ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
২ ঘণ্টা আগে