ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে