ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে রেখেছে নকআউট পর্ব। তাই বেঞ্চের অধিকাংশ খেলোয়াড়কে বাজিয়ে নেওয়ার চেষ্টায় একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। দলের নেতৃত্বে ছিলেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় দানি আলভেস। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়-বঞ্চিত হয় ব্রাজিল।
ম্যাচের প্রথম শক্তিশালী আক্রমণটা আসে ডান প্রান্ত ধরে। ক্যামেরুনের বক্সে দারুণ এক ক্রস পাঠান ফ্রেদ। মার্তিনেল্লির হেড ফিরিয়ে দেন ক্যামেরুনিয়ান গোলরক্ষক ডেভিড এপাসি।
২৯ মিনিটে রদ্রিগোকে কৌন্দে ফাউল করলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল। কিন্তু রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক মানবদেয়াল থেকে ফিরে আসে। তিন মিনিট পর আবারও বক্সের বাইরে ফ্রি-কিক পায় ব্রাজিল, এবারও রদ্রিগোকে ফাউল করেন কলিনস ফাই। এবারে দানি আলভেসের শট বারের ওপর দিয়ে চলে যায় এবার ভাগ্যের শিকে ছেঁড়েনি ব্রাজিলের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ সুযোগ পেয়েছিল মার্তিনেল্লি। বাঁ প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে তিনজনকে ড্রিবল করে শট নেন। এবারও এপাসির হাতে।
পরের মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল ক্যামেরুন। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সের ভেতর ক্রস পাঠান এমনমাগালেও। বক্সের ভেতর ডান পাশে ছিলেন এমবেউমা, হেডও করেছিলেন তিনি। কিন্তু এডারসন বাঁচায় এ যাত্রায়।
৭৮ মিনিটে ব্রাজিলের ডান প্রান্তে অধিনায়ক দানি আলভেসকে পরাজিত করে তোকো একাম্বি বল বাড়িয়ে দেন এনসামের কাছে। ২০ গজ দূর থেকে তাঁর দারুণ শট রুখে দেন এদারসন।
৮৪ মিনিটে দারুণ এক বল বাড়িয়েছিলেন রাফিনহা, ব্রুনো গিমারেস এলেও তাঁকে ক্লিয়ার করে উহ। পাঁচ মিনিট পর আবারও সুযোগ পায় ব্রাজিল। দানি আলভেস ডান প্রান্তে থাকা রাফিনহাকে বল বাড়ান।
রাফিনহা বক্সে থাকা পেদ্রোকে বাড়িয়ে দেন বল। কিন্তু পেদ্রো বল পাঠিয়ে দেন বারের ওপর দিয়ে।
অতিরিক্ত সময়ে দারুণ এক প্রতি আক্রমণে ক্যামেরুনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার। ডান প্রান্ত থেকে ব্রাজিলিয়ান বক্সে দারুণ এক ক্রস পাঠান এমবেকেলি। দুই ডিফেন্ডারের মাঝে আনমার্কড থাকা আবুবাকারের দুরন্ত এক হেডে দর্শক বনে যায় ব্রাজিল গোলরক্ষক এডারসন। আর ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে