ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার জার্সিতে ল্যামিন ইয়ামালের অভিষেক হয়েছে গত মৌসুমেই। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এখনও পর্যন্ত গোল না পেলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরোয়ার্ড।
এল মাদ্রিগালে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন গাভি। এই অ্যাসিস্টে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সে অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইয়ামালের আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার আনসু ফাতির। ২০১৯ এর সেপ্টেম্বরে ১৬ বছর ৩১৮ দিন বয়সে ফাতি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ গতকাল বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২ ও ১৫ মিনিটে দুই গোল করে বার্সা। ১৫ মিনিটে গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর ২৬ থেকে ৫০ মিনিট—এই ২৪ মিনিটের ব্যবধানে ভিয়ারিয়াল করে ৩ গোল। ৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সা ৬৮ মিনিটে সমতায় ফেরে তোরেসের গোলে। এরপর ৭১ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন রবার্ট লেভানডফস্কি। গোলটি অবশ্য ইয়ামালের হতে পারত। স্প্যানিশ তরুণ ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত চলে আসে। ফিরতি শটে গোল করেন লেভানডফস্কি।
রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলেন তিনি। সেবার তিনি নেমেছিলেন বদলি হিসেবে। আর গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে করেছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।
বার্সেলোনার জার্সিতে ল্যামিন ইয়ামালের অভিষেক হয়েছে গত মৌসুমেই। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এখনও পর্যন্ত গোল না পেলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরোয়ার্ড।
এল মাদ্রিগালে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন গাভি। এই অ্যাসিস্টে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সে অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইয়ামালের আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার আনসু ফাতির। ২০১৯ এর সেপ্টেম্বরে ১৬ বছর ৩১৮ দিন বয়সে ফাতি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ গতকাল বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২ ও ১৫ মিনিটে দুই গোল করে বার্সা। ১৫ মিনিটে গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর ২৬ থেকে ৫০ মিনিট—এই ২৪ মিনিটের ব্যবধানে ভিয়ারিয়াল করে ৩ গোল। ৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সা ৬৮ মিনিটে সমতায় ফেরে তোরেসের গোলে। এরপর ৭১ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন রবার্ট লেভানডফস্কি। গোলটি অবশ্য ইয়ামালের হতে পারত। স্প্যানিশ তরুণ ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত চলে আসে। ফিরতি শটে গোল করেন লেভানডফস্কি।
রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলেন তিনি। সেবার তিনি নেমেছিলেন বদলি হিসেবে। আর গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে করেছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে