ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৫ ঘণ্টা আগে