Ajker Patrika

সেরা চারে থাকা চ্যালেঞ্জিং মনে করছেন চেলসি কোচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৪: ০০
সেরা চারে থাকা চ্যালেঞ্জিং মনে করছেন চেলসি কোচ

চলতি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করতেই যেন ভুলে গেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দলটি রয়েছে প্রথম চারের বাইরে। সেরা চারে থাকা বেশ চ্যালেঞ্জিং মনে করছেন চেলসি কোচ গ্রাহাম পটার। 

গতকাল সিটি গ্রাউন্ড স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় নটিংহাম ফরেস্ট ও চেলসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তাতে লিগে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়েছে চেলসি। পয়েন্ট তালিকার ৮ নম্বরে রয়েছে ব্লুজরা। চার নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন চেলসি কোচ পটার। একই সঙ্গে ফরেস্টকেও কৃতিত্ব দিয়েছেন। ব্লুজ কোচ বলেন, ‘আমাদের পারফরম্যান্স তেমন একটা ভালো হয়নি। নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও আমরা ভালো খেলতে পারিনি। আমাদের পরবর্তী ম্যাচের দিকে ফোকাস রাখতে হবে। তবে আমাদের অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৬ ম্যাচে ১৪ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৬। তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৪ ও ৩২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত