ক্রীড়া ডেস্ক
স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে কোনোভাবেই তুলনা চলে না বায়ার্ন মিউনিখের। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ভিয়ারিয়ালের ১-০ গোলের জয়টাকে স্রেফ একটা অঘটন হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। তা ছাড়া ঘরের মাঠে পুঁচকে দলের চমক দেখানোর উদাহরণ ইউরোপের মঞ্চে নতুন কিছু নয়।
দ্বিতীয় লেগটা বায়ার্ন মিউনিখের দুর্গ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে বাভারিয়ানদের জয় নিয়ে সংশয়বাদী লোক খুঁজে পাওয়া কঠিনই ছিল। অথচ ভিয়ারিয়াল কিনা চমকে দিল ফিরতি লেগেও। মঙ্গলবার রাতে মিউনিখে গিয়ে বায়ার্নকে ১-১ গোলে রুখে দিল। তাতেই কপাল পুড়ল ছয়বারের চ্যাম্পিয়নদের।
দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বায়ার্ন মিউনিখ। জার্মান পরাশক্তিদের বিদায় করে ১৬ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল ভিয়ারিয়াল। তাদের রূপকথার এই রথযাত্রার নেপথ্য নায়ক প্রধান কোচ উনাই এমেরি। দুই লেগেই তাঁর দুর্দান্ত রণকৌশলে স্রেফ পরাস্ত হলো বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠে প্রথম লেগে বাভারিয়ানদের ন্যূনতম ব্যবধানে হারায় ভিয়ারিয়াল। স্বপ্নের জয়টা মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখে তাদের। বায়ার্নের জন্য অনুপ্রেরণার উৎস ছিল পরিচিত দর্শকদের সামনে খেলতে পারাটা। সেই সুবিধাটা কাজে লাগাতে ৫২ মিনিট অবধি অপেক্ষা করতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোলমুখ খোলেন রবার্ট লেভানডফস্কি।
টমাস মুলারের সহায়তায় ভিয়ারিয়ালের জালের ঠিকানা খুঁজে নেন পোলিস স্ট্রাইকার। প্রতিযোগিতার চলতি মৌসুমে এটা লেভার ১৩তম গোল। জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল জার্মান জায়ান্টদের। কিন্তু শেষ চারের টিকিটের নিশ্চয়তা ছিল না। স্বাগতিকদের তাই পেয়ে বসে গোলের নেশা। সেটাই কাল হয়ে দাঁড়াল।
ব্যবধান দ্বিগুণ করতে গিয়ে উল্টো গোল হজম করে বসল বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে স্বাগতিকদের স্তব্ধ করে দেন স্যামুয়েল চুকভুয়েজে; সমতায় ফেরান ভিয়ারিয়ালকে। অতিথিদের গোলের উৎস স্প্যানিশ মিডফিল্ডার জেরার্ড মরেনো। বায়ার্নের জালে কেঁপে উঠতেই হলুদ উৎসবের ঢেউ ওঠে। হতাশায় ভেঙে পড়ে লাল দুর্গ।
ইউরোপের মঞ্চে গত কয়েক বছর ধরেই আলো ছড়াচ্ছে ভিয়ারিয়াল। সেটা মূলত ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে। এবার শীর্ষস্থানীয় লিগে বাজিমাত করছে স্প্যানিশ ক্লাবটি। রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছে তারা। তাদের শিকার কেবল বায়ার্ন মিউনিখই নয়, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেরও স্বপ্নের সমাধী করে দিয়েছে ভিয়ারিয়াল।
ভিয়ারিয়ালের স্বপ্ন এখন আরও দূরে। শিরোপায় চোখ রাখছে তারা। কাজটা কঠিন। কারণ শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ইংলিশ পরাশক্তি লিভারপুল। শেষ আটের প্রথম লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে অল রেডরা। তাই সবকিছু ঠিক থাকলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লিভারপুল ও বেনফিকা।
স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে কোনোভাবেই তুলনা চলে না বায়ার্ন মিউনিখের। তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ভিয়ারিয়ালের ১-০ গোলের জয়টাকে স্রেফ একটা অঘটন হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। তা ছাড়া ঘরের মাঠে পুঁচকে দলের চমক দেখানোর উদাহরণ ইউরোপের মঞ্চে নতুন কিছু নয়।
দ্বিতীয় লেগটা বায়ার্ন মিউনিখের দুর্গ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে বাভারিয়ানদের জয় নিয়ে সংশয়বাদী লোক খুঁজে পাওয়া কঠিনই ছিল। অথচ ভিয়ারিয়াল কিনা চমকে দিল ফিরতি লেগেও। মঙ্গলবার রাতে মিউনিখে গিয়ে বায়ার্নকে ১-১ গোলে রুখে দিল। তাতেই কপাল পুড়ল ছয়বারের চ্যাম্পিয়নদের।
দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বায়ার্ন মিউনিখ। জার্মান পরাশক্তিদের বিদায় করে ১৬ বছর পর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল ভিয়ারিয়াল। তাদের রূপকথার এই রথযাত্রার নেপথ্য নায়ক প্রধান কোচ উনাই এমেরি। দুই লেগেই তাঁর দুর্দান্ত রণকৌশলে স্রেফ পরাস্ত হলো বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠে প্রথম লেগে বাভারিয়ানদের ন্যূনতম ব্যবধানে হারায় ভিয়ারিয়াল। স্বপ্নের জয়টা মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখে তাদের। বায়ার্নের জন্য অনুপ্রেরণার উৎস ছিল পরিচিত দর্শকদের সামনে খেলতে পারাটা। সেই সুবিধাটা কাজে লাগাতে ৫২ মিনিট অবধি অপেক্ষা করতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোলমুখ খোলেন রবার্ট লেভানডফস্কি।
টমাস মুলারের সহায়তায় ভিয়ারিয়ালের জালের ঠিকানা খুঁজে নেন পোলিস স্ট্রাইকার। প্রতিযোগিতার চলতি মৌসুমে এটা লেভার ১৩তম গোল। জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল জার্মান জায়ান্টদের। কিন্তু শেষ চারের টিকিটের নিশ্চয়তা ছিল না। স্বাগতিকদের তাই পেয়ে বসে গোলের নেশা। সেটাই কাল হয়ে দাঁড়াল।
ব্যবধান দ্বিগুণ করতে গিয়ে উল্টো গোল হজম করে বসল বায়ার্ন মিউনিখ। নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে স্বাগতিকদের স্তব্ধ করে দেন স্যামুয়েল চুকভুয়েজে; সমতায় ফেরান ভিয়ারিয়ালকে। অতিথিদের গোলের উৎস স্প্যানিশ মিডফিল্ডার জেরার্ড মরেনো। বায়ার্নের জালে কেঁপে উঠতেই হলুদ উৎসবের ঢেউ ওঠে। হতাশায় ভেঙে পড়ে লাল দুর্গ।
ইউরোপের মঞ্চে গত কয়েক বছর ধরেই আলো ছড়াচ্ছে ভিয়ারিয়াল। সেটা মূলত ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে। এবার শীর্ষস্থানীয় লিগে বাজিমাত করছে স্প্যানিশ ক্লাবটি। রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠেছে তারা। তাদের শিকার কেবল বায়ার্ন মিউনিখই নয়, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেরও স্বপ্নের সমাধী করে দিয়েছে ভিয়ারিয়াল।
ভিয়ারিয়ালের স্বপ্ন এখন আরও দূরে। শিরোপায় চোখ রাখছে তারা। কাজটা কঠিন। কারণ শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ইংলিশ পরাশক্তি লিভারপুল। শেষ আটের প্রথম লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে অল রেডরা। তাই সবকিছু ঠিক থাকলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে লিভারপুল ও বেনফিকা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রতিশোধ নিল ঢাকা।
১ ঘণ্টা আগেবল-ব্যাটের বাইরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছেই। বিপিএলের আগের সংস্করণগুলো বাদ যায়নি বিতর্কের হাত থেকে। এই টুর্নামেন্টের ইস্যুতে বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের মধ্যে তর্কের কথা উঠে এল সংবাদমাধ্যমে, বিসিবি সভাপতির সঙ্গে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্বের কথাও এল, চিটাগং কিংসের প্লাস
২ ঘণ্টা আগেচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।
২ ঘণ্টা আগেবদ্দা চেতি গেছে! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেকে তামিম ইকবালকে নিয়ে এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। হঠাৎই তামিম মেজাজ হারিয়ে তর্কে জড়াচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। দেশি, বিদেশি, সতীর্থ, প্রতিপক্ষ—সবার সঙ্গে প্রায়ই লেগে যাচ্ছে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের। যেটা বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে
৩ ঘণ্টা আগে