ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের খেলা মানেই ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স। যেন একে অপরের পরিপূরক তাঁরা। গতকাল গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাই মাঠের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য রিয়াল তারকা প্রশংসা পাচ্ছেন কার্লো আনচেলত্তির কাছ থেকে।
ওসাসুনার বিপক্ষে গতকাল ২-০ গোলের জয়ের পর ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি। শিষ্যকে অসাধারণ খেলোয়াড় বলে সম্বোধন করেছেন তিনি। এমনটা অবশ্য নতুন নয়, এর আগেও বহুবার শিষ্যর প্রশংসা করেছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটি পরিষ্কার যে ভিনিসিয়ুস এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। সে অবিশ্বাস্য খেলেছে। সে অসাধারণ একজন ফুটবলার।’
গতকাল ওসাসুনার মাঠে জয় নিয়ে ফিরলেও গোল পেতে বেশ কষ্টই হয়েছে রিয়ালের। প্রথমার্ধে গোলশূন্যে বিরতিতে যাওয়ার পর ৭৭ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। এর জন্য অবশ্য আফসোস করতে পারেন রিয়ালের খেলোয়াড়েরা। কেননা, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তাঁরা। বিশেষ করে একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করা ভিনি।
৫২ মিনিটে অবশ্য একটা গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। পরে অবশ্য গোলে সহায়তা করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ব্রাজিলিয়ান তারকা। ৭৮ মিনিটে তাঁর পাসে দলকে প্রথম গোল এনে দেন ফেদে ভালভার্দে। আর ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি মারেন মার্কো অ্যাসেনসিও।
ম্যাচে জয় পেতে কষ্ট হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়ে খুশি আনচেলত্তি। তিনি বলেছেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে যা করেছি, তা প্রথমার্ধেই করতে পারতাম। সে যাই হোক, ছেলেরা শেষ পর্যন্ত মনোযোগ ও ধৈর্য হারায়নি। দল ভালো খেলেছে। যখন তারা ম্যাচে ভুগতে ছিল, তখন তাদের বেশ কষ্ট হয়েছে। তবে ম্যাচ জয়ে আমরা খুব সন্তুষ্ট।’
এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ নিয়ে এসেছে রিয়াল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্ল্যাংকোসরা। আর এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে শীর্ষে আছে বার্সা। আজ রাতে ব্যবধান বাড়িয়ে ৮ করার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাব।
রিয়াল মাদ্রিদের খেলা মানেই ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স। যেন একে অপরের পরিপূরক তাঁরা। গতকাল গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাই মাঠের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য রিয়াল তারকা প্রশংসা পাচ্ছেন কার্লো আনচেলত্তির কাছ থেকে।
ওসাসুনার বিপক্ষে গতকাল ২-০ গোলের জয়ের পর ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি। শিষ্যকে অসাধারণ খেলোয়াড় বলে সম্বোধন করেছেন তিনি। এমনটা অবশ্য নতুন নয়, এর আগেও বহুবার শিষ্যর প্রশংসা করেছেন ইতালিয়ান কোচ।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটি পরিষ্কার যে ভিনিসিয়ুস এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। সে অবিশ্বাস্য খেলেছে। সে অসাধারণ একজন ফুটবলার।’
গতকাল ওসাসুনার মাঠে জয় নিয়ে ফিরলেও গোল পেতে বেশ কষ্টই হয়েছে রিয়ালের। প্রথমার্ধে গোলশূন্যে বিরতিতে যাওয়ার পর ৭৭ মিনিট পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনো দল। এর জন্য অবশ্য আফসোস করতে পারেন রিয়ালের খেলোয়াড়েরা। কেননা, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তাঁরা। বিশেষ করে একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করা ভিনি।
৫২ মিনিটে অবশ্য একটা গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। পরে অবশ্য গোলে সহায়তা করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ব্রাজিলিয়ান তারকা। ৭৮ মিনিটে তাঁর পাসে দলকে প্রথম গোল এনে দেন ফেদে ভালভার্দে। আর ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি মারেন মার্কো অ্যাসেনসিও।
ম্যাচে জয় পেতে কষ্ট হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়ে খুশি আনচেলত্তি। তিনি বলেছেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে যা করেছি, তা প্রথমার্ধেই করতে পারতাম। সে যাই হোক, ছেলেরা শেষ পর্যন্ত মনোযোগ ও ধৈর্য হারায়নি। দল ভালো খেলেছে। যখন তারা ম্যাচে ভুগতে ছিল, তখন তাদের বেশ কষ্ট হয়েছে। তবে ম্যাচ জয়ে আমরা খুব সন্তুষ্ট।’
এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫ নিয়ে এসেছে রিয়াল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস ব্ল্যাংকোসরা। আর এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে শীর্ষে আছে বার্সা। আজ রাতে ব্যবধান বাড়িয়ে ৮ করার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাব।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে