ক্রীড়া ডেস্ক
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির অবসর নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। কারণ যে আক্ষেপ ঘুচেছে দুই বছর আগে, তাতে ‘পরিপূর্ণ’ মেসি অবসর নিলেও অবাক হওয়ার কিছু থাকত না। বেশির ভাগ খেলোয়াড় তো তেমনটাই করেন।
এ বছরই প্রথমবারের মতো চালু হয় ‘মার্কা আমেরিকা পুরস্কার’। এই পুরস্কার চালু করার প্রথম আসরেই সেটা পেয়ে যান মেসি। ছন্দে থাকা ফুটবলারদের জন্য এমন পুরস্কারের প্রবর্তক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে গত রাতে এই পুরস্কার গ্রহণের সময় মেসি অবসর নিয়েও কথা বলেছেন। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘ইন্টার মায়ামিতে আসা মানেই যে শিগগিরই অবসর নেব, তা নয়। আমার এখনো আরও কয়েক বছর খেলার সময় আছে।’
বয়স যে শুধুই একটি সংখ্যা, মেসি সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন বারবার। বলিভিয়ার বিপক্ষে এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনার ৬ গোলের ৫টিতেই অবদান ৩৭ বছর বয়সী মেসির। আন্তর্জাতিক ফুটবলে করেছেন দশম হ্যাটট্রিক। গোড়ালির চোট কাটিয়ে দীর্ঘদিন বাইরে থাকার পর এমন পারফরম্যান্সে মোটেও বয়সের ছাপ বোঝা যায়নি। আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, ‘এই মুহূর্তে ব্যাপারটা দেখছি। এখনই বেশি সামনে এগোতে চাই না। প্রতিটি দিনই উপভোগ করি। আশা করি, এই বয়সে দারুণ খেলতে পারব।’ ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। বর্তমানে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দশটি আছে শীর্ষে। স্বাভাবিকভাবে আবারও মেসির কাছে এল ২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গ। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘যখনই সেটা (খেলা) করার সুযোগ পাই, আমি খুশি। আমার কাছে সেটা ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়েও বেশি। বিশ্বকাপে খেলার ব্যাপারে নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করিনি। তবে প্রতিদিন কতটা ভালো খেলতে পারি, সেই চেষ্টা করছি।’
বার্সেলোনায় প্রায় দুই দশক কাটানোর পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইতে(পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে তাঁর জন্য খুবই বিষাক্ত হয়ে ওঠে। গত বছরই পিএসজি ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। প্রথমবার গিয়েই মায়ামির হয়ে মেসি জেতেন লিগস কাপ। যা মায়ামির ইতিহাসে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট। এ বছর জিতেছেন মেজর লিগ সকারের (এমএলএস) সাপোর্টার্স শিল্ড পুরস্কার। সব প্রতিযোগিতা মিলে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৩৫ ম্যাচ খেলেন মেসি। করেছেন ৩০ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছেন মেসি। ২০২১ ও ২০২৪ দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা-আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর শিরোপা জেতেন তিনি। ছেলেদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে মেসি, রোনালদো ও ভিভিয়ান উডওয়ার্ড। মেসি-রোনালদোর মতো ইংল্যান্ডের উডওয়ার্ড করেন ১০টি হ্যাটট্রিক। সর্বোচ্চ ১২ ও ১১ হ্যাাটট্রিক করা মরগান ও সিনক্লেয়ার নারী ফুটবলার।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির অবসর নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। কারণ যে আক্ষেপ ঘুচেছে দুই বছর আগে, তাতে ‘পরিপূর্ণ’ মেসি অবসর নিলেও অবাক হওয়ার কিছু থাকত না। বেশির ভাগ খেলোয়াড় তো তেমনটাই করেন।
এ বছরই প্রথমবারের মতো চালু হয় ‘মার্কা আমেরিকা পুরস্কার’। এই পুরস্কার চালু করার প্রথম আসরেই সেটা পেয়ে যান মেসি। ছন্দে থাকা ফুটবলারদের জন্য এমন পুরস্কারের প্রবর্তক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে গত রাতে এই পুরস্কার গ্রহণের সময় মেসি অবসর নিয়েও কথা বলেছেন। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘ইন্টার মায়ামিতে আসা মানেই যে শিগগিরই অবসর নেব, তা নয়। আমার এখনো আরও কয়েক বছর খেলার সময় আছে।’
বয়স যে শুধুই একটি সংখ্যা, মেসি সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন বারবার। বলিভিয়ার বিপক্ষে এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনার ৬ গোলের ৫টিতেই অবদান ৩৭ বছর বয়সী মেসির। আন্তর্জাতিক ফুটবলে করেছেন দশম হ্যাটট্রিক। গোড়ালির চোট কাটিয়ে দীর্ঘদিন বাইরে থাকার পর এমন পারফরম্যান্সে মোটেও বয়সের ছাপ বোঝা যায়নি। আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, ‘এই মুহূর্তে ব্যাপারটা দেখছি। এখনই বেশি সামনে এগোতে চাই না। প্রতিটি দিনই উপভোগ করি। আশা করি, এই বয়সে দারুণ খেলতে পারব।’ ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। বর্তমানে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দশটি আছে শীর্ষে। স্বাভাবিকভাবে আবারও মেসির কাছে এল ২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গ। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘যখনই সেটা (খেলা) করার সুযোগ পাই, আমি খুশি। আমার কাছে সেটা ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়েও বেশি। বিশ্বকাপে খেলার ব্যাপারে নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করিনি। তবে প্রতিদিন কতটা ভালো খেলতে পারি, সেই চেষ্টা করছি।’
বার্সেলোনায় প্রায় দুই দশক কাটানোর পর মেসি চলে যান প্যারিস সেইন্ট জার্মেইতে(পিএসজি)। তবে পিএসজির পরিবেশ ২০২৩ সালে তাঁর জন্য খুবই বিষাক্ত হয়ে ওঠে। গত বছরই পিএসজি ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। প্রথমবার গিয়েই মায়ামির হয়ে মেসি জেতেন লিগস কাপ। যা মায়ামির ইতিহাসে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট। এ বছর জিতেছেন মেজর লিগ সকারের (এমএলএস) সাপোর্টার্স শিল্ড পুরস্কার। সব প্রতিযোগিতা মিলে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৩৫ ম্যাচ খেলেন মেসি। করেছেন ৩০ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছেন মেসি। ২০২১ ও ২০২৪ দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা-আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর শিরোপা জেতেন তিনি। ছেলেদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে মেসি, রোনালদো ও ভিভিয়ান উডওয়ার্ড। মেসি-রোনালদোর মতো ইংল্যান্ডের উডওয়ার্ড করেন ১০টি হ্যাটট্রিক। সর্বোচ্চ ১২ ও ১১ হ্যাাটট্রিক করা মরগান ও সিনক্লেয়ার নারী ফুটবলার।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
৪২ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১১ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
১২ ঘণ্টা আগে