নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?
ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১০ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে