ক্রীড়া ডেস্ক
রায়ো ভায়োকানোকে হারালেই লা-লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেত বার্সেলোনা। তবে পয়েন্ট টেবিলের পেছনের সারির দলের কাছে গতকাল হেরেছে বার্সা। কাতালানদের এই পরাজয়ে ক্ষুব্ধ কোচ জাভি হার্নান্দেজ।
গতকাল দি ভায়েকাস স্টেডিয়ামে লা-লিগায় মুখোমুখি হয় ভায়োকানো-বার্সা। ১৯ মিনিটে আলভারো গার্সিয়া রিভেরার গোলে এগিয়ে যায় ভায়োকানো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ভায়োকানো। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় স্বাগতিকেরা। ৫৩ মিনিটে গোল করেন ফ্রান গার্সিয়া। আর ৮৩ মিনিটে বার্সার প্রথম গোল করেন রবার্ট লেভানডফস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে যায় ভায়োকানো। এ ছাড়া এই ম্যাচে বার্সা দাপট দেখিয়ে খেলতে পারেনি। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কাতালানদের শট ছিল ৬টি। অন্যদিকে বার্সার লক্ষ্য বরাবর ভায়োকানো ৬টি শট করেছিল। ম্যাচ শেষে হতাশ জাভি বলেন, ‘আমরা ভালো খেলিনি। ম্যাচ জেতা রায়োর প্রাপ্য। এই হারে আমরা বিরক্ত। আমরা আজ ব্যর্থ হয়েছি এবং বিরক্ত হয়ে মাঠ ছাড়ছি, কারণ আমাদের দারুণ এক সুযোগ ছিল।’
গতকাল ম্যাচ হারার পর ৩১ ম্যাচ শেষে লা-লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৭৬। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সা কোচ জাভির লক্ষ্য এখন শনিবারের ম্যাচে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে কাতালানরা। জাভি আরও বলেন, ‘আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। খেলোয়াড়দের কাছে এই বার্তাই দিতে চাই যে লিগ এখনো জিতিনি।’
রায়ো ভায়োকানোকে হারালেই লা-লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেত বার্সেলোনা। তবে পয়েন্ট টেবিলের পেছনের সারির দলের কাছে গতকাল হেরেছে বার্সা। কাতালানদের এই পরাজয়ে ক্ষুব্ধ কোচ জাভি হার্নান্দেজ।
গতকাল দি ভায়েকাস স্টেডিয়ামে লা-লিগায় মুখোমুখি হয় ভায়োকানো-বার্সা। ১৯ মিনিটে আলভারো গার্সিয়া রিভেরার গোলে এগিয়ে যায় ভায়োকানো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ভায়োকানো। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় স্বাগতিকেরা। ৫৩ মিনিটে গোল করেন ফ্রান গার্সিয়া। আর ৮৩ মিনিটে বার্সার প্রথম গোল করেন রবার্ট লেভানডফস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে যায় ভায়োকানো। এ ছাড়া এই ম্যাচে বার্সা দাপট দেখিয়ে খেলতে পারেনি। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর কাতালানদের শট ছিল ৬টি। অন্যদিকে বার্সার লক্ষ্য বরাবর ভায়োকানো ৬টি শট করেছিল। ম্যাচ শেষে হতাশ জাভি বলেন, ‘আমরা ভালো খেলিনি। ম্যাচ জেতা রায়োর প্রাপ্য। এই হারে আমরা বিরক্ত। আমরা আজ ব্যর্থ হয়েছি এবং বিরক্ত হয়ে মাঠ ছাড়ছি, কারণ আমাদের দারুণ এক সুযোগ ছিল।’
গতকাল ম্যাচ হারার পর ৩১ ম্যাচ শেষে লা-লিগায় বার্সেলোনার পয়েন্ট হলো ৭৬। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সা কোচ জাভির লক্ষ্য এখন শনিবারের ম্যাচে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে কাতালানরা। জাভি আরও বলেন, ‘আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। খেলোয়াড়দের কাছে এই বার্তাই দিতে চাই যে লিগ এখনো জিতিনি।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে