Ajker Patrika

মারা গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ মে ২০২৩, ১৬: ০৪
মারা গেলেন পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপ খেলা আন্তনিও কারবাহল। ৯৩ বছর বয়সে গতকাল মারা গেছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেক্সিকোর ফুটবল ফেডারেশন।

ফুটবল অঙ্গনে ‘তোতা’ নামে পরিচিত কারবাহল উচ্চ রক্তচাপজনিত সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন। এ জন্য লিওনের উত্তর-মধ্য শহরের এক হাসপাতালে কিংবদন্তিকে ভর্তিও করানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গতকাল নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরবাহলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোর কিংবদন্তি ও সাবেক অধিনায়ক রাফায়েল মারকুয়েজ। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির মৃত্যুতে আমি শোকাহত।’

আরবাহলের শুরুটা হয় ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ দিয়ে। আর শেষ হয় ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে। তবে দুর্ভাগ্যের বিষয়, টানা পাঁচ বিশ্বকাপে অংশ নিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাঁর। সব মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছেন মেক্সিকোর গোলরক্ষক। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পাঁচ বিশ্বকাপ খেলা একমাত্র খেলোয়াড় ছিলেন। সেবারের ফ্রান্স বিশ্বকাপে তাঁর পাশে বসেন জার্মানির লোহার ম্যাথাউস।

এরপর একে একে আরও চারজন ফুটবলার এই কীর্তি গড়েছেন। কারবাহলের স্বদেশি রাফায়েল মারকুয়েজ ও আন্দ্রেস গুয়ার্দাদোর পর কাতার বিশ্বকাপে এই মাইলফলক অর্জন করেছেন বর্তমান সময়ের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদসহ ইউরোপের আরও অনেক ক্লাবে খেলার ডাক পেলেও কখনো নিজ দেশের বাইরে খেলেননি কারবাহল। লিওনের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরো সময় কাটিয়ে দিয়েছেন তিনি। দেশের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। খেলোয়াড়ি জীবন শেষে লিওনের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত মেক্সিকো জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত