২৮ ম্যাচ অজেয় কলম্বিয়াকে ফাইনালে পেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২: ১০
Thumbnail image

নিশ্চিত হয়ে গেল দুই মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরোর ফাইনালিস্ট দল। কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে ২৩ বছর পর ফাইনালে কলম্বিয়া। ওদিকে ইউরোতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

কোপা সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনের কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ হলো উরুগুয়ের। ফাইনালে যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কোপার একবার শিরোপা জয়ী কলম্বিয়া।

সাপোর্টের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় কলম্বিয়া। কর্নার থেকে হামেস রদ্রিগেসের অসাধারণ ক্রসে দুর্দান্ত হেডে ব‍্যবধান গড়ে দিয়েছেন হেফারসন লের্মা। কোপা আমেরিকার চলতি আসরে এই নিয়ে ৬ অ্যাসিস্ট পেয়েছেন রদ্রিগেজ। ১৯৭০ বিশ্বকাপে পেলের পর বড় টুর্নামেন্টে ৬ অ্যাসিস্ট পাওয়া প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় তিনি। ২০২১ কোপায় লিওনেল মেসির ৫ গোল সহায়তার রেকর্ড রেকর্ড নিজের করে নিলেন এই কলম্বিয়ান ফুটবলার।

তবে ম্যাচ জিততে রীতিমতো ঘাম ছুটে গেছে কলম্বিয়ার‍। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার ডানিয়েল মুনোজ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। ১০ জন নিয়েই শেষ পর্যন্ত দাঁতে দাঁতে চেপে লড়াই করে যায় কলম্বিয়া।

নুনেজের বদলি নামা সুয়ারেজ একাধিক সুযোগ তৈরি করলেও গোলশূন্য থেকেই ম্যাচ শেষ করতে হয় উরুগুয়ের। ২০০১ সালের পর দ্বিতীয়বার কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়া মাঠে নামবে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আর আর্জেন্টিনার লক্ষ্য চ্যাম্পিয়ন ট্যাগ অক্ষত রাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত