ক্রীড়া ডেস্ক, ঢাকা
প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৬ ঘণ্টা আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৮ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৮ ঘণ্টা আগে