ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলের ইতিহাসে দুইবার ট্রেবলের ত্রিমুকুট ওঠা দুই ক্লাবের একটি বার্সেলোনা। ইতিহাস- ঐতিহ্যে মোড়ানো সেই বার্সেলোনা এখন ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু তাই বলে এমন বিব্রতকর রেকর্ড। একই মৌসুমে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টানা ৩ ম্যাচ হারল কাতালান ক্লাবটি।
গত রাতে স্প্যানিশ লিগায় রায়ো ভায়োকানোর কাছে ১-০ গোলে হারের পর এমন 'লজ্জার' রেকর্ড গড়েছে বার্সা। ঠিক দুই সপ্তাহ আগে রিয়াল সোসিয়াদের কাছে ১-০ গোলে তার আগে কাদিজের বিপক্ষেও বার্সা হেরেছিল ১-০ গোলে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ন্যু ক্যাম্পে টানা হারের সংখ্যাটা ৪। শুরুটা হয়েছিল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। এই ন্যু ক্যাম্পেই জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙে জাভি হার্নান্দেজের দলের।
সবশেষ রায়ো ভায়োকানোর কাছে বার্সা হেরে সুবিধা করে দিল রিয়াল মাদ্রিদের। কারণ এই হারে তারা শিরোপার আরও কাছে চলে গেল।কারণ লিগের ৩৩ ম্য্যাচ শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা বার্সা চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে তিনে থালা সেভিয়ার পয়েন্টও বার্সার সমান। সবমিলিয়ে লিগ জয়ের দ্বারপ্রান্তে রিয়াল।
ক্লাব ফুটবলের ইতিহাসে দুইবার ট্রেবলের ত্রিমুকুট ওঠা দুই ক্লাবের একটি বার্সেলোনা। ইতিহাস- ঐতিহ্যে মোড়ানো সেই বার্সেলোনা এখন ভাঙাগড়ার মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু তাই বলে এমন বিব্রতকর রেকর্ড। একই মৌসুমে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে টানা ৩ ম্যাচ হারল কাতালান ক্লাবটি।
গত রাতে স্প্যানিশ লিগায় রায়ো ভায়োকানোর কাছে ১-০ গোলে হারের পর এমন 'লজ্জার' রেকর্ড গড়েছে বার্সা। ঠিক দুই সপ্তাহ আগে রিয়াল সোসিয়াদের কাছে ১-০ গোলে তার আগে কাদিজের বিপক্ষেও বার্সা হেরেছিল ১-০ গোলে।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ন্যু ক্যাম্পে টানা হারের সংখ্যাটা ৪। শুরুটা হয়েছিল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। এই ন্যু ক্যাম্পেই জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙে জাভি হার্নান্দেজের দলের।
সবশেষ রায়ো ভায়োকানোর কাছে বার্সা হেরে সুবিধা করে দিল রিয়াল মাদ্রিদের। কারণ এই হারে তারা শিরোপার আরও কাছে চলে গেল।কারণ লিগের ৩৩ ম্য্যাচ শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা বার্সা চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে তিনে থালা সেভিয়ার পয়েন্টও বার্সার সমান। সবমিলিয়ে লিগ জয়ের দ্বারপ্রান্তে রিয়াল।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে