ক্রীড়া ডেস্ক
কোথায় যাবেন জাবি আলোনসো? লিভারপুল নাকি বায়ার্ন মিউনিখ? নাকি থেকে যাবেন বেয়ার লেভারকুজেনেই। উত্তরটা জানা যাবে এ মৌসুম শেষে। তবে এরই মধ্যে স্প্যানিশ কোচকে পেতে এক প্রকার ‘টানাটানি’ শুরু করেছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব।
এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ আর আলিয়েঞ্জ অ্যারেনা থেকে বিদায় নেবেন টমাস টুখেল। তাঁদের স্থলাভিষিক্ত কে হতে পারেন—সেটি নিয়েই চলছে জল্পনা। লিভারপুল ও লেভারকুজেন—দুই দলই আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় এই গ্রীষ্মে।
এ নিয়ে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা জাবি আলোনসোকে তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতা করছে লিভারপুলের সঙ্গে। আরএএন স্পোর্টকে হোয়েনেস বলেছেন, ‘লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও লেভারকুজেনের মতো বায়ার্নও এ নিয়ে কাজ করছে।’
আলোনসোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তিনি (আলোনসো) প্রমাণ করেছেন যে, তিনি বড় সময়ের জন্য কোচ হতে পারেন।’
অতীতেও বায়ার্নের যিনি মাথা ব্যথার কারণ হয়েছেন তাঁকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে ক্লাবটি। তাই এ মৌসুমে সবচেয়ে বড় ‘শত্রু’র দিকে চোখ বায়ার্নের। টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হারাতে যাচ্ছে বাভারিয়ানরা। আর সেটি আলোনসোর কারণে। এ মৌসুমে বায়ার্নকে বিধ্বস্ত করেছে লেভারকুজেন। আলোনসোর অধীনে ‘নেভারকুজেন’ তকমা ঝেড়ে ফেলে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ক্লাবটি।
এ মৌসুমে এখনো অপরাজেয় লেভারকুজেন। বুন্দেসলিগায় ২৬ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর শিষ্যরা। ১০ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে। কেবল বুন্দেসলিগাতেও নয়, প্রায় ৩৬ বছর পর উয়েফার কোনো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমে সবশেষ ও একমাত্র উয়েফা কাপ জিতেছিল লেভারকুজেন। আর জার্মান কাপ জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর তাদের শোপিসে আর কোনো প্রধান শিরোপা নেই।
এবার সেই অপেক্ষা ঘোচানোর কাছাকাছি লেভারকুজেন। বুন্দেসলিগা ডাকছে হাতছানি দিয়ে। ইউরোপা লিগে ওয়েস্ট হাম বাধা পেরোতে পারলেই ওঠে যাবে সেমিফাইনালে। আর সেখানেই দেখা হয়ে যেতে পারে লিভারপুলের দু্ই বর্তমান ও ভবিষ্যতকে। ক্লপের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
শুধু কি লিভারপুল বায়ার্ন—আলোনসোর দিকে চোখ রিয়ালেরও। তবে আপাতত সেটি হচ্ছে না। কারণ, চুক্তি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কার্লো আনচেলত্তি। তবে এরপর ঘরের ছেলেকে হয়তো ঘরে ফেরাতে উঠে পড়ে লাগবে রিয়াল।
কোথায় যাবেন জাবি আলোনসো? লিভারপুল নাকি বায়ার্ন মিউনিখ? নাকি থেকে যাবেন বেয়ার লেভারকুজেনেই। উত্তরটা জানা যাবে এ মৌসুম শেষে। তবে এরই মধ্যে স্প্যানিশ কোচকে পেতে এক প্রকার ‘টানাটানি’ শুরু করেছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব।
এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ আর আলিয়েঞ্জ অ্যারেনা থেকে বিদায় নেবেন টমাস টুখেল। তাঁদের স্থলাভিষিক্ত কে হতে পারেন—সেটি নিয়েই চলছে জল্পনা। লিভারপুল ও লেভারকুজেন—দুই দলই আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় এই গ্রীষ্মে।
এ নিয়ে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা জাবি আলোনসোকে তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতা করছে লিভারপুলের সঙ্গে। আরএএন স্পোর্টকে হোয়েনেস বলেছেন, ‘লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও লেভারকুজেনের মতো বায়ার্নও এ নিয়ে কাজ করছে।’
আলোনসোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তিনি (আলোনসো) প্রমাণ করেছেন যে, তিনি বড় সময়ের জন্য কোচ হতে পারেন।’
অতীতেও বায়ার্নের যিনি মাথা ব্যথার কারণ হয়েছেন তাঁকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে ক্লাবটি। তাই এ মৌসুমে সবচেয়ে বড় ‘শত্রু’র দিকে চোখ বায়ার্নের। টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হারাতে যাচ্ছে বাভারিয়ানরা। আর সেটি আলোনসোর কারণে। এ মৌসুমে বায়ার্নকে বিধ্বস্ত করেছে লেভারকুজেন। আলোনসোর অধীনে ‘নেভারকুজেন’ তকমা ঝেড়ে ফেলে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ক্লাবটি।
এ মৌসুমে এখনো অপরাজেয় লেভারকুজেন। বুন্দেসলিগায় ২৬ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর শিষ্যরা। ১০ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে। কেবল বুন্দেসলিগাতেও নয়, প্রায় ৩৬ বছর পর উয়েফার কোনো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমে সবশেষ ও একমাত্র উয়েফা কাপ জিতেছিল লেভারকুজেন। আর জার্মান কাপ জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর তাদের শোপিসে আর কোনো প্রধান শিরোপা নেই।
এবার সেই অপেক্ষা ঘোচানোর কাছাকাছি লেভারকুজেন। বুন্দেসলিগা ডাকছে হাতছানি দিয়ে। ইউরোপা লিগে ওয়েস্ট হাম বাধা পেরোতে পারলেই ওঠে যাবে সেমিফাইনালে। আর সেখানেই দেখা হয়ে যেতে পারে লিভারপুলের দু্ই বর্তমান ও ভবিষ্যতকে। ক্লপের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
শুধু কি লিভারপুল বায়ার্ন—আলোনসোর দিকে চোখ রিয়ালেরও। তবে আপাতত সেটি হচ্ছে না। কারণ, চুক্তি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কার্লো আনচেলত্তি। তবে এরপর ঘরের ছেলেকে হয়তো ঘরে ফেরাতে উঠে পড়ে লাগবে রিয়াল।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে