নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো তাড়াহুড়ো নেই। নেই বেশি বেশি গোল করার চাপ। ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তাই ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলল ঢিলেঢালা ফুটবল। ধীরেসুস্থে খেলেই বড় জয় দিয়ে হয়ে গেল ফাইনালের প্রস্তুতিও।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সেরে ফেলল সাইফুল বারী টিটুর দল। উল্টো দিকে ৩ ম্যাচে ১৯ গোল হজম করা ভুটান হারল সব ম্যাচেই। আগামী পরশু ১০ মার্চ এই আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
সুযোগ থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন করেননি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নেপাল ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের একাদশকেই ভুটানের বিপক্ষে খেলান বাংলাদেশ কোচ।
আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শুরুটা ছিল ঢিলেঢালা । ধীরেসুস্থে শুরুর পর প্রথম গোল ১৩ মিনিটে। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।
২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করে সাথী মুন্ডা। তবে একটু পর দুই মিনিটের মধ্যে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
গোল করানো ফাতেমা ৩৩ মিনিটে নিজেই নাম তুলেছেন গোল খাতায়। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফাতেমার ফ্রিকিকে বল ভুটানি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে সোজা জড়ায় জালে। এভাবে যে গোল পাবেন সেটা যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমা, গোলের পর কোমরে হাত দিয়ে কিছুক্ষণ হেসেছেন অবিশ্বাসের হাসি!
২ মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে। ফাতেমার মাপা কর্নারে বল পান অরক্ষিত ক্রানুচিং, আলতো টোকায় বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।
৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলরক্ষক। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
সুরভী ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ৭৭ মিনিটে। আরিফা আক্তারের বাড়ানো বলে ভুটানের চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল আদায় করে নেন বাংলাদেশি ফরোয়ার্ড। পাঁচ গোলে ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতা এখন সুরভী। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষেও জোড়া গোল ছিল তার। গোল ছিল ভারতের বিপক্ষেও। এই ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন প্রীতি, কিন্তু অতিরিক্ত সময়ে তার শট ঠেকান গোলরক্ষক। প্রীতির আর হ্যাটট্রিক হয়নি, ব্যবধানটা আরেকটু বড় হয়নি বাংলাদেশের।
কোনো তাড়াহুড়ো নেই। নেই বেশি বেশি গোল করার চাপ। ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তাই ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলল ঢিলেঢালা ফুটবল। ধীরেসুস্থে খেলেই বড় জয় দিয়ে হয়ে গেল ফাইনালের প্রস্তুতিও।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৬ নারী সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সেরে ফেলল সাইফুল বারী টিটুর দল। উল্টো দিকে ৩ ম্যাচে ১৯ গোল হজম করা ভুটান হারল সব ম্যাচেই। আগামী পরশু ১০ মার্চ এই আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
সুযোগ থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন করেননি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। নেপাল ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচের একাদশকেই ভুটানের বিপক্ষে খেলান বাংলাদেশ কোচ।
আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শুরুটা ছিল ঢিলেঢালা । ধীরেসুস্থে শুরুর পর প্রথম গোল ১৩ মিনিটে। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।
২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করে সাথী মুন্ডা। তবে একটু পর দুই মিনিটের মধ্যে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
গোল করানো ফাতেমা ৩৩ মিনিটে নিজেই নাম তুলেছেন গোল খাতায়। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফাতেমার ফ্রিকিকে বল ভুটানি গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে সোজা জড়ায় জালে। এভাবে যে গোল পাবেন সেটা যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমা, গোলের পর কোমরে হাত দিয়ে কিছুক্ষণ হেসেছেন অবিশ্বাসের হাসি!
২ মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে। ফাতেমার মাপা কর্নারে বল পান অরক্ষিত ক্রানুচিং, আলতো টোকায় বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের পরপরই ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন বাংলাদেশি উইঙ্গার।
৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলরক্ষক। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
সুরভী ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ৭৭ মিনিটে। আরিফা আক্তারের বাড়ানো বলে ভুটানের চার ফুটবলারকে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল আদায় করে নেন বাংলাদেশি ফরোয়ার্ড। পাঁচ গোলে ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতা এখন সুরভী। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষেও জোড়া গোল ছিল তার। গোল ছিল ভারতের বিপক্ষেও। এই ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন প্রীতি, কিন্তু অতিরিক্ত সময়ে তার শট ঠেকান গোলরক্ষক। প্রীতির আর হ্যাটট্রিক হয়নি, ব্যবধানটা আরেকটু বড় হয়নি বাংলাদেশের।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে