ক্রীড়া ডেস্ক
ঢাকা: দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো অভিযান। সে সঙ্গে শেষ হয়ে গেল তাঁর অনেক মাইলফলক অর্জনের স্বপ্নও। দুই ফেবারিটের লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। গোলটি এসেছে থোরগান হ্যাজার্ডের কাছ থেকে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি।
স্পেনের সেভিয়ায় এদিন বিশ্ব ফুটবলের এক ঝাঁক তারকা একে অপরের মুখোমুখি। শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ছিল। দ্রুত আক্রমণে যাওয়ার বদলে মাঝ মাঠের দখল নিতেই বেশি আগ্রহী ছিল দুই দল। প্রতি আক্রমণে প্রথম গোলের কাছাকাছি যায় পর্তুগাল। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকেও বাইরে মারেন দিয়েগো জোতা। এরপর কিছু সময় বল নিয়ে পর্তুগিজ রক্ষণের আশেপাশে সুযোগ তৈরি করে বেলজিয়াম। সেই আক্রমণগুলো অবশ্য তেমন গোছানো ছিল না৷ ম্যাচের শুরুর কিছু সময় রোনালদোও ছিলেন বেশ নিষ্প্রভ। তবে ২৬ মিনিটে সিআর সেভেন ঠিকই বেলজিয়ামের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। অন্যদিকে বেলজিয়ামের আক্রমণগুলো বাঁধা পড়ছিলো পর্তুগিজ রক্ষণে। তবে ৪২ মিনিটে আর ঠেকিয়ে রাখা যায়নি থোরগান হ্যাজার্ডকে। ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট ঠেকানোর কোনো উপায় ছিল না পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর। বাতাসে বাঁক খেয়ে বল জালে জড়ায়। গোলের জন্য হ্যাজার্ড ভাইদের দ্বিতীয় জনের নেওয়া শটটিই ছিল প্রথমার্ধে বেলজিয়ামের লক্ষ্যে নেওয়া একমাত্র শট।
বিরতির পর দুই দলই আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে। তবে এ সময় বেলজিয়ামের দুশ্চিন্তা বাড়ে কেভিন ডি ব্রুইন চোটে মাঠ ছেড়ে গেলে। আক্রমণের ধার বাড়াতে একই সময়ে ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। এরপরই দারুণ এক সুযোগ আসে পর্তুগালের।সেই সুযোগও হাতছাড়া করেন জোতা। দুই পরিবর্তনে পর্তুগালের আক্রমণগুলোও অনেক গোছানো হয়ে ওঠে। এ সময় কৌশলেও পরিবর্তন আনেন পর্তুগিজ কোচ। জায়গা পরিবর্তন করে রোনালদো বাঁয়ে চলে আসেন। ডানে ফেলিক্স ও সামনে থাকেন আন্দ্রে সিলভা। এই বদলে রোনালদোর কার্যকরিতা বাড়ে। কাঙ্ক্ষিত গোল অবশ্য তখনও পর্তুগালের সোনার হরিণ। এর মাঝে অতিরিক্ত ফাউলে মাঠে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতিও সৃষ্টি হয়। ৮৩ মিনিটে রাফায়েল গেরেরোর শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে বর্তমান চ্যাম্পিয়নদের। একটু পর বিফল হয় রোনালদোর চেষ্টাও। শেষ দিকে একের পর এক আক্রমণে বেলজিয়ামকে চাপে রেখে চেষ্টা চালিয়ে গেলেও সমতা ফেরাতে পারেনি পর্তুগাল। বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
ঢাকা: দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো অভিযান। সে সঙ্গে শেষ হয়ে গেল তাঁর অনেক মাইলফলক অর্জনের স্বপ্নও। দুই ফেবারিটের লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। গোলটি এসেছে থোরগান হ্যাজার্ডের কাছ থেকে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি।
স্পেনের সেভিয়ায় এদিন বিশ্ব ফুটবলের এক ঝাঁক তারকা একে অপরের মুখোমুখি। শুরুতে দুই দলই কিছুটা সতর্ক ছিল। দ্রুত আক্রমণে যাওয়ার বদলে মাঝ মাঠের দখল নিতেই বেশি আগ্রহী ছিল দুই দল। প্রতি আক্রমণে প্রথম গোলের কাছাকাছি যায় পর্তুগাল। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকেও বাইরে মারেন দিয়েগো জোতা। এরপর কিছু সময় বল নিয়ে পর্তুগিজ রক্ষণের আশেপাশে সুযোগ তৈরি করে বেলজিয়াম। সেই আক্রমণগুলো অবশ্য তেমন গোছানো ছিল না৷ ম্যাচের শুরুর কিছু সময় রোনালদোও ছিলেন বেশ নিষ্প্রভ। তবে ২৬ মিনিটে সিআর সেভেন ঠিকই বেলজিয়ামের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। অন্যদিকে বেলজিয়ামের আক্রমণগুলো বাঁধা পড়ছিলো পর্তুগিজ রক্ষণে। তবে ৪২ মিনিটে আর ঠেকিয়ে রাখা যায়নি থোরগান হ্যাজার্ডকে। ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট ঠেকানোর কোনো উপায় ছিল না পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর। বাতাসে বাঁক খেয়ে বল জালে জড়ায়। গোলের জন্য হ্যাজার্ড ভাইদের দ্বিতীয় জনের নেওয়া শটটিই ছিল প্রথমার্ধে বেলজিয়ামের লক্ষ্যে নেওয়া একমাত্র শট।
বিরতির পর দুই দলই আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে। তবে এ সময় বেলজিয়ামের দুশ্চিন্তা বাড়ে কেভিন ডি ব্রুইন চোটে মাঠ ছেড়ে গেলে। আক্রমণের ধার বাড়াতে একই সময়ে ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। এরপরই দারুণ এক সুযোগ আসে পর্তুগালের।সেই সুযোগও হাতছাড়া করেন জোতা। দুই পরিবর্তনে পর্তুগালের আক্রমণগুলোও অনেক গোছানো হয়ে ওঠে। এ সময় কৌশলেও পরিবর্তন আনেন পর্তুগিজ কোচ। জায়গা পরিবর্তন করে রোনালদো বাঁয়ে চলে আসেন। ডানে ফেলিক্স ও সামনে থাকেন আন্দ্রে সিলভা। এই বদলে রোনালদোর কার্যকরিতা বাড়ে। কাঙ্ক্ষিত গোল অবশ্য তখনও পর্তুগালের সোনার হরিণ। এর মাঝে অতিরিক্ত ফাউলে মাঠে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতিও সৃষ্টি হয়। ৮৩ মিনিটে রাফায়েল গেরেরোর শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে বর্তমান চ্যাম্পিয়নদের। একটু পর বিফল হয় রোনালদোর চেষ্টাও। শেষ দিকে একের পর এক আক্রমণে বেলজিয়ামকে চাপে রেখে চেষ্টা চালিয়ে গেলেও সমতা ফেরাতে পারেনি পর্তুগাল। বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৪৪ মিনিট আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে