২ ম্যাচ নিষিদ্ধ হয়ে নতুন বছর শুরু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। ছবি: এএফপি

অসদাচরণ করে দুই ম্যাচ নিষিদ্ধ ও জরিমানা গুনছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। গত মাসে প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়ান তিনি। ১৪ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। সেই ম্যাচ শেষে প্রতিপক্ষের ওই সদস্যকে কনুই দিয়ে আঘাত করেন কুনিয়া এবং তার চশমা কেড়ে নেন।

অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে উলভারহ্যাম্পটনের কুনিয়াকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তা-ই নয়, অসদাচরণের দায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

নতুন বছরের শুরুটা কুনিয়ার জন্য একদম সুখকর না হওয়ারই কথা। ২৫ বছর বয়সী ফরোয়র্ডকে হারানো উলভারহ্যাম্পটনের জন্যও বড় ধাক্কা। নিষেধাজ্ঞার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে পরবর্তী দুই ম্যাচ—নটিংহ্যাম ফরেস্ট ও এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে খেলতে পারবেন না কুনিয়া। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন তিনি। লিগে এ পর্যন্ত করেছেন ১০ গোল।

সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের জয়ে গোল করেছেন কুনিয়া। নিজেদের সবশেষ ম্যাচে টটেনহাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র ম্যাচেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭ তম স্থানে আছে উলভারহ্যাম্পটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত