চেলসির সঙ্গে চুক্তি বাড়িয়ে অনুতপ্ত সিলভা ফিরতে চান ব্রাজিলে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৩, ১৮: ০৮

কে জানত চলতি মৌসুমে এমন বেহাল অবস্থা হবে চেলসির! কোনো প্রকারে অবনমন এড়ালেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না তাদের। এমনকি ইউরোপা লিগেও ঠাঁই হচ্ছে না ব্লুজদের। কনফারেন্স লিগেও খেলার আশাও নেই বললেই চলে। 

অথচ দুই মৌসুম আগে টমাস টুখেলের অধীনে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি। এরপর নতুন মালিক টড বোহেলি রেকর্ড অঙ্কের টাকা ঢেলেও খুঁজে পাচ্ছেন না সাফল্য। টুখেল তো বটে, গত কয়েক মাসেই স্টামফোর্ড ব্রিজ থেকে ছাঁটাই হয়েছেন একের পর এক কোচ। আর এমন ব্যর্থতার বৃত্তে বন্দী চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করে খুশি হতে পারছেন না থিয়াগো সিলভা। অনুতপ্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার এখন যেন স্বদেশে ফিরে যেতে পারলেই খুশি। 

পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি সিলভার। ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক সেই স্বপ্নপূরণ করেন পরের মৌসুমে চেলসিতে যোগ দিয়ে। ২০২০ সালে লন্ডনে এসে ব্লুজদের রক্ষণভাগের মূল দায়িত্ব নেন ৩৮ বছর বয়সী তারকা। ২০২০-২১ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চেলসিকে এনে দেন ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। 

এরপর হয়তো সিলভাও ভাবেননি, চেলসি এমন কঠিন অবস্থার ভেতর দিয়ে যাবে। নিজের ভালো ভবিষ্যতের কথা ভেবে গত ফেব্রুয়ারিতে ইংলিশ ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তি বাড়ান এই অভিজ্ঞ ডিফেন্ডার। ২০২৪ সালের জুন পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকার কথা তাঁর। কিন্তু এখন চুক্তি আগেভাগে শেষ করতে পারলেই যেন বাঁচেন। সিলভা ফিরতে চান তাঁর শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। 

ব্রাজিলিয়ান ফুটবলভিত্তিক পত্রিকা গ্লোবো এস্পোর্তের বরাতে গোল ডটকম জানিয়েছে, স্টামফোর্ড ব্রিজে থাকতে চান না সিলভা। চেলসির সঙ্গে চুক্তি বাড়িয়ে অনুতপ্ত তিনি এবং এই গ্রীষ্মে ফিরতে চান নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে। 

সিলভার ক্যারিয়ারের প্রথম ক্লাব ফ্লুমিনেন্স। তবে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে তাঁর লিগ ক্যারিয়ার শুরু হয়নি। ২০০৫-০৬ মৌসুম রাশিয়ান ক্লাব দিনামো মস্কোতে কাটিয়ে পরের মৌসুমে ধারে ফেরেন ফ্লুমিনেন্সে। এরপর স্থায়ী হয়ে ক্লাবটিতে ছিলেন ২০০৯ সাল পর্যন্ত। 

মজার ব্যাপার হলো, সম্মানসূচকভাবে গত বছর ফ্লুমিনেন্সে ৩ নম্বর জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন সিলভা। অবশ্য সেটি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। এই মৌসুমে এই জার্সি নম্বর তুলে রেখেছে তারা। হঠাৎ করে সিলভার চেলসিতে থাকতে না চাওয়ার পেছনে কারণ, আমেরিকান ব্যবসায়ী বোহেলির লক্ষ্যের সঙ্গে একমত হতে পারছেন না তিনি, এমনই গুঞ্জন ইউরোপ ফুটবলে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত