ক্রীড়া ডেস্ক
লুইস সুয়ারেজ জানিয়ে দিয়েছেন, ইন্টার মায়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন তিনি। তবে ৩৭ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড কবে বুটজোড়া তুলে রাখবেন সেটি জানাননি।
ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে এক বছর কাটানোর পর গত জানুয়ারিতে মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘ইন্টার মায়ামিই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। এখান থেকেই আমি অবসর নেবো...কখন সেটি জানি না। তবে সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার শেষ ক্লাব।’
গত জানুয়ারিতে ৩৭-এ পা রেখেছেন সুয়ারেজ। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ধারও কমেছে। তরুণ বয়সে যে গোলক্ষুধা ছিল, সেটি এখন খুব বেশি দেখা যায় না। মায়ামিতে এসে তিনি পেয়েছেন বার্সার সাবেক তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। অ্যানফিল্ডে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে করেন ৮২ গোল।
২০১৪ সালে ৮১.৭২ মিলিয়ন ইউরোতে বার্সার সঙ্গে চুক্তি করেন সুয়ারেজ। ক্যাম্প ন্যুয়ে ছিলেন ৬ বছর। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে করেন ১১৩ ও ১৯৫ অ্যাসিস্ট। বার্সার হয়ে সুয়ারেজ একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা জিতেছেন। তবে তাঁকে ক্যাম্প ন্যু ছাড়তে হয় কান্নাভেজা চোখে। এরপর আতলেতিকো মাদ্রিদে গিয়ে প্রথম মৌসুমেই জেতেন লা লিগা। আবারও উরুগুয়ের ন্যাসিওনাল ঘুরে নাম লেখান গ্রেমিওতে।
মায়ামির হয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রীতি খেলেছেন সুয়ারেজ। তাঁকে আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে এ মাসেই। ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মায়ামি।
লুইস সুয়ারেজ জানিয়ে দিয়েছেন, ইন্টার মায়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন তিনি। তবে ৩৭ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড কবে বুটজোড়া তুলে রাখবেন সেটি জানাননি।
ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে এক বছর কাটানোর পর গত জানুয়ারিতে মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘ইন্টার মায়ামিই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। এখান থেকেই আমি অবসর নেবো...কখন সেটি জানি না। তবে সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার শেষ ক্লাব।’
গত জানুয়ারিতে ৩৭-এ পা রেখেছেন সুয়ারেজ। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ধারও কমেছে। তরুণ বয়সে যে গোলক্ষুধা ছিল, সেটি এখন খুব বেশি দেখা যায় না। মায়ামিতে এসে তিনি পেয়েছেন বার্সার সাবেক তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। অ্যানফিল্ডে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে করেন ৮২ গোল।
২০১৪ সালে ৮১.৭২ মিলিয়ন ইউরোতে বার্সার সঙ্গে চুক্তি করেন সুয়ারেজ। ক্যাম্প ন্যুয়ে ছিলেন ৬ বছর। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে করেন ১১৩ ও ১৯৫ অ্যাসিস্ট। বার্সার হয়ে সুয়ারেজ একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা জিতেছেন। তবে তাঁকে ক্যাম্প ন্যু ছাড়তে হয় কান্নাভেজা চোখে। এরপর আতলেতিকো মাদ্রিদে গিয়ে প্রথম মৌসুমেই জেতেন লা লিগা। আবারও উরুগুয়ের ন্যাসিওনাল ঘুরে নাম লেখান গ্রেমিওতে।
মায়ামির হয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রীতি খেলেছেন সুয়ারেজ। তাঁকে আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে এ মাসেই। ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মায়ামি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১১ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৩ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে