ক্রীড়া ডেস্ক
মুখাবয়বে এখনো কৈশোরের ছাপ আষ্টেপৃষ্ঠে রয়েছে মাতেও অ্যাপোলিনোর। তাতে অবশ্য আর্জেন্টাইন তরুণের কোনো ভ্রুক্ষেপ নেই। আসলে ১৪ বছর বয়সী মিডফিল্ডারের তা থাকারই কথা নয়। বরং স্মরণীয় মুহূর্তটা তার উপভোগ করার সময়।
গতকাল সেটাই করেছেন অ্যাপোলিনো। যা ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি। অবশ্য শুধু তার নয়, এমন মুহূর্ত বর্ণনা করার ভাষা কারওই থাকার কথা নয়। আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলে গতকাল যে রেকর্ড গড়েছেন তা এই বয়সে যেকোনো ফুটবলারের চিন্তা করারই কথা নয়।
তবে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী এই আর্জেন্টাইন টিনএজারের কাছে সেই সুযোগ এসেছে। গতকাল সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলের রেকর্ড গড়েছেন অ্যাপোলিনো। কোপা আর্জেন্টিনার ম্যাচে নিউওয়েল’স ওল্ড বয়জের বিপক্ষে খেলতে নামার দিন দেপোর্তিভো রিয়েস্ত্রার মিডফিল্ডারের বয়স ছিল ১৪ বছর ২৯ দিন।
ম্যাচের ৮৪ মিনিটের সময় রিয়েস্ত্রার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলিনো। মাঠে নামার আগেই অবশ্য ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল তাঁর দল রিয়েস্ত্রা। শেষে একই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি বিস্ময় বালকের।
আর্জেন্টিনার লিগের দুই দশকের বেশি পুরোনো রেকর্ড ভেঙেছেন অ্যাপোলিনো। এত দিন রেকর্ডটির মালিক ছিলেন সার্জিও আগুয়েরো। ইন্দিপিয়েন্তের হয়ে ২০০৩ সালের ৫ জুলাই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। রেকর্ড গড়ার দিন তাঁর বয়স ছিল ১৫ বছর ৩৩ দিন। অর্থাৎ, ১ বছর ৪ দিন কমে রেকর্ডটা নিজের করে নিয়েছেন অ্যাপোলিনো।
অভিষেক ম্যাচ নিয়ে অ্যাপোলিনো বলেছেন, ‘আমি আমার শোয়ার ঘরে ছিলাম। আমার মা ফোন দিয়েছিল এবং বাবা ফোনে কান্নারত কণ্ঠে বলছিলেন তুমি প্রথম শ্রেণির স্কোয়াডে ডাক পেয়েছ। এটা অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার জন্য স্মরণীয় এক স্মৃতি।’
মুখাবয়বে এখনো কৈশোরের ছাপ আষ্টেপৃষ্ঠে রয়েছে মাতেও অ্যাপোলিনোর। তাতে অবশ্য আর্জেন্টাইন তরুণের কোনো ভ্রুক্ষেপ নেই। আসলে ১৪ বছর বয়সী মিডফিল্ডারের তা থাকারই কথা নয়। বরং স্মরণীয় মুহূর্তটা তার উপভোগ করার সময়।
গতকাল সেটাই করেছেন অ্যাপোলিনো। যা ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি। অবশ্য শুধু তার নয়, এমন মুহূর্ত বর্ণনা করার ভাষা কারওই থাকার কথা নয়। আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলে গতকাল যে রেকর্ড গড়েছেন তা এই বয়সে যেকোনো ফুটবলারের চিন্তা করারই কথা নয়।
তবে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী এই আর্জেন্টাইন টিনএজারের কাছে সেই সুযোগ এসেছে। গতকাল সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলের রেকর্ড গড়েছেন অ্যাপোলিনো। কোপা আর্জেন্টিনার ম্যাচে নিউওয়েল’স ওল্ড বয়জের বিপক্ষে খেলতে নামার দিন দেপোর্তিভো রিয়েস্ত্রার মিডফিল্ডারের বয়স ছিল ১৪ বছর ২৯ দিন।
ম্যাচের ৮৪ মিনিটের সময় রিয়েস্ত্রার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলিনো। মাঠে নামার আগেই অবশ্য ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল তাঁর দল রিয়েস্ত্রা। শেষে একই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি বিস্ময় বালকের।
আর্জেন্টিনার লিগের দুই দশকের বেশি পুরোনো রেকর্ড ভেঙেছেন অ্যাপোলিনো। এত দিন রেকর্ডটির মালিক ছিলেন সার্জিও আগুয়েরো। ইন্দিপিয়েন্তের হয়ে ২০০৩ সালের ৫ জুলাই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। রেকর্ড গড়ার দিন তাঁর বয়স ছিল ১৫ বছর ৩৩ দিন। অর্থাৎ, ১ বছর ৪ দিন কমে রেকর্ডটা নিজের করে নিয়েছেন অ্যাপোলিনো।
অভিষেক ম্যাচ নিয়ে অ্যাপোলিনো বলেছেন, ‘আমি আমার শোয়ার ঘরে ছিলাম। আমার মা ফোন দিয়েছিল এবং বাবা ফোনে কান্নারত কণ্ঠে বলছিলেন তুমি প্রথম শ্রেণির স্কোয়াডে ডাক পেয়েছ। এটা অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার জন্য স্মরণীয় এক স্মৃতি।’
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৬ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৭ ঘণ্টা আগে