ক্রীড়া ডেস্ক
কোপা দেল রেতে এমন কষ্টের জয় পেতে হবে এমনটা হয়তো কল্পনাও করেনি বার্সেলোনা। অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। অতিরিক্ত সময়ে গোল করে ৪-৩ গোলের জয় এনে দিয়েছেন আনসু ফাতি।
ম্যাচের শুরুতে দেখে অবশ্য বোঝা যাচ্ছিল না কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বার্সেলোনাকে। কেননা, ম্যাচের চার মিনিটেই দলকে এগিয়ে দেন রোনাল্ড আরাউহো। পাবলো তোরের নেওয়া কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন এই ডিফেন্ডার। গোলের পর প্রতিপক্ষদের ওপর চাপ বাড়িয়ে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন কাতালান ক্লাবটির ফুটবলাররা। কিন্তু বল জালে জড়াতে পারেননি তাঁরা। ইন্টারসিটিও কয়েকটি সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি তারা। এতে করে ১-০ গোলেই বিরতিতে যায় বার্সা।
বিরতির পরপরই দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন বার্সা ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। তাঁর নেওয়া দুর্বল শটটি গোলরক্ষক গাইজকা ক্যাম্পোস প্রতিহত করে দেন। কাতালান ক্লাবটি লিড বাড়াতে না পারলেও সমতায় ফেরে ইন্টারসিটি। ৫৯ মিনিটে পাওয়া কর্নার কিক থেকে পাওয়া বলে গোল করেন ওরিওল সোলদেভিয়া।
৬৬ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। এবার গোল করতে ভুল করেননি দেম্বেলে। গাভির বাড়ানো বল ধরে দুর্দান্ত চিপে এগিয়ে আসা গোলরক্ষক ক্যাম্পোসকে পরাস্ত করেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে ৭৪ মিনিটে গোলটি শোধ করেন ইন্টারসিটি। এবারের গোলটিও করেন সোলদেভিয়া।
তবে ইন্টারসিটির সমতা ফেরানো গোলের আনন্দটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। ২ মিনিট পরেই বার্সাকে এবার লিড এনে দেন রাফিনিয়া। বাঁ প্রান্ত থেকে ৭৭ মিনিটে জর্ডি আলবার পাসটিকে শুধু পথ দেখিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ যখন শেষের পথে, তার চার মিনিট আগে আবারও দৃশ্যপটে সোলদেভিয়া। যাঁর কাছে বারংবার লিড হারিয়ে বসেছে বার্সা।
তাঁকে আটকাতে ব্যর্থ হয়েছেন বার্সা ডিফেন্ডার ও গোলরক্ষক।
এবারও সোলদেভিয়ার গোল আটকাতে পারেননি বার্সা গোলরক্ষক ইনাকি পিনা। ৮৬ মিনিটে তাঁর ফিনিশিংটা ছিল দেখার মতো। পিনার দুই পায়ের ফাঁক দিয়ে বলকে জালে জড়ান বার্সার লা মাসিয়াতেই ক্যারিয়ার গড়া এই ফরোয়ার্ড। দলকে সমতায় ফেরানো গোল দিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। সঙ্গে ম্যাচকে নিয়ে যান অতিরিক্ত সময়েও।
তবে অতিরিক্ত সময়ে আর বার্সার জয়ে বাধা হতে পারেনি সোলদেভিয়ার দল ইন্টারসিটি। বার্সাকে ১০৩ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ডের গোলে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় পায় বার্সা।
কোপা দেল রের অন্য ম্যাচে রিয়াল ওভিডেওকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দলের হয়ে গোল দুটি করেছেন মার্কোস লরেন্তো ও পাবলো ব্যারিওস।
কোপা দেল রেতে এমন কষ্টের জয় পেতে হবে এমনটা হয়তো কল্পনাও করেনি বার্সেলোনা। অখ্যাত ইন্টারসিটির বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে গেছে তাদের। অতিরিক্ত সময়ে গোল করে ৪-৩ গোলের জয় এনে দিয়েছেন আনসু ফাতি।
ম্যাচের শুরুতে দেখে অবশ্য বোঝা যাচ্ছিল না কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বার্সেলোনাকে। কেননা, ম্যাচের চার মিনিটেই দলকে এগিয়ে দেন রোনাল্ড আরাউহো। পাবলো তোরের নেওয়া কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন এই ডিফেন্ডার। গোলের পর প্রতিপক্ষদের ওপর চাপ বাড়িয়ে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন কাতালান ক্লাবটির ফুটবলাররা। কিন্তু বল জালে জড়াতে পারেননি তাঁরা। ইন্টারসিটিও কয়েকটি সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি তারা। এতে করে ১-০ গোলেই বিরতিতে যায় বার্সা।
বিরতির পরপরই দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন বার্সা ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। তাঁর নেওয়া দুর্বল শটটি গোলরক্ষক গাইজকা ক্যাম্পোস প্রতিহত করে দেন। কাতালান ক্লাবটি লিড বাড়াতে না পারলেও সমতায় ফেরে ইন্টারসিটি। ৫৯ মিনিটে পাওয়া কর্নার কিক থেকে পাওয়া বলে গোল করেন ওরিওল সোলদেভিয়া।
৬৬ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। এবার গোল করতে ভুল করেননি দেম্বেলে। গাভির বাড়ানো বল ধরে দুর্দান্ত চিপে এগিয়ে আসা গোলরক্ষক ক্যাম্পোসকে পরাস্ত করেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে ৭৪ মিনিটে গোলটি শোধ করেন ইন্টারসিটি। এবারের গোলটিও করেন সোলদেভিয়া।
তবে ইন্টারসিটির সমতা ফেরানো গোলের আনন্দটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। ২ মিনিট পরেই বার্সাকে এবার লিড এনে দেন রাফিনিয়া। বাঁ প্রান্ত থেকে ৭৭ মিনিটে জর্ডি আলবার পাসটিকে শুধু পথ দেখিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ যখন শেষের পথে, তার চার মিনিট আগে আবারও দৃশ্যপটে সোলদেভিয়া। যাঁর কাছে বারংবার লিড হারিয়ে বসেছে বার্সা।
তাঁকে আটকাতে ব্যর্থ হয়েছেন বার্সা ডিফেন্ডার ও গোলরক্ষক।
এবারও সোলদেভিয়ার গোল আটকাতে পারেননি বার্সা গোলরক্ষক ইনাকি পিনা। ৮৬ মিনিটে তাঁর ফিনিশিংটা ছিল দেখার মতো। পিনার দুই পায়ের ফাঁক দিয়ে বলকে জালে জড়ান বার্সার লা মাসিয়াতেই ক্যারিয়ার গড়া এই ফরোয়ার্ড। দলকে সমতায় ফেরানো গোল দিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। সঙ্গে ম্যাচকে নিয়ে যান অতিরিক্ত সময়েও।
তবে অতিরিক্ত সময়ে আর বার্সার জয়ে বাধা হতে পারেনি সোলদেভিয়ার দল ইন্টারসিটি। বার্সাকে ১০৩ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ডের গোলে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় পায় বার্সা।
কোপা দেল রের অন্য ম্যাচে রিয়াল ওভিডেওকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দলের হয়ে গোল দুটি করেছেন মার্কোস লরেন্তো ও পাবলো ব্যারিওস।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগে