Ajker Patrika

সেই পেনাল্টির ‘বোঝা’ কীভাবে নামাবেন জর্জিনিয়ো 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ৪৮
সেই পেনাল্টির ‘বোঝা’ কীভাবে নামাবেন জর্জিনিয়ো 

বর্তমান ফুটবলের সেরা পেনাল্টি টেকারদের একজন তিনি। ক্লাব চেলসির হয়ে অধিকাংশ পেনাল্টি নেন তিনিই। সেই জর্জিনিয়োই কিনা সুইজারল্যান্ডের বিপক্ষে করেছিলেন পেনাল্টি মিস। কে জানত, সেই সুযোগ নষ্ট করার খেসারত ইতালিকে দিতে হবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার মধ্যে দিয়ে? 

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই লেগেই পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন জর্জিনিয়ো। চারবারের বিশ্বকাপজয়ীরা নষ্ট করেছিল সহজ দুই জয়ের সুযোগ। এ দুই ম্যাচের একটিতে জয় পেলেও আজ এই দুরবস্থা দেখতে হয় না আজ্জুরিদের। আগের বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা পূরণ হয় এবার।

এই দুই পেনাল্টি নষ্টের বিষয়টিও হয়তো এতটা গুরুত্ব পেত না যদি কাল উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে জয় পেত ইতালি। পালের্মোতে চির রক্ষণাত্মক ইতালিকে রক্ষণের আসল সংজ্ঞা বুঝিয়ে কাল শেষ সময়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে উত্তর মেসেডোনিয়া।। আর এই এক হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে ব্যর্থ রবার্তো মানচিনির দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে না ইতালি, ফুটবল বিশ্বের কাছে এমন দৃশ্য যে একেবারেই অচেনা। 

পেনাল্টি মিসের পর হতাশ জর্জিনিয়ো। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন সতীর্থ ডি লরেনৎসো ও কিয়েলিনি। ইতালি বাদ পড়েছে, আর বাদ পড়ার কারণ খুঁজতে প্রথমেই এল জর্জিনিয়োর নাম। রাই স্পোর্টসের পক্ষ থেকে প্রশ্নও ধেয়ে গেল এই মিডফিল্ডারের দিকে। নিজেকে অপরাধী ভাবা জর্জিনিয়োর উত্তর ছিল ঠিক এমন, ‘যখনই চিন্তা করি তখনই কষ্ট লাগে। আমি এখনো ভাবি, এই কষ্ট হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দুবার সুযোগ পেয়েও গোল করতে না পারা, এই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।’

অথচ বাছাইপর্ব থেকে বাদ পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত খেলছিল ইতালি। গত বছর জিতেছে মহাদেশীয় শিরোপার শ্রেষ্ঠত্ব ইউরো কাপ। ইউরোপের সেরা দল হয়েও বিশ্বকাপে খেলতে না পারার দুঃখটা জর্জিনিয়োর কষ্টটা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ, ‘ভীষণ কষ্ট। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমাদের দলটায় সৃজনশীলতার কোনো অভাব ছিল না। সবগুলো ম্যাচেই আধিপত্য দেখিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপে খেলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত