রিয়ালের সঙ্গে চুক্তি বাড়ালেন মদরিচ 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।

এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।

২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।

রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত