Ajker Patrika

অযথাই লাল কার্ড খেয়েছি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১০
অযথাই লাল কার্ড খেয়েছি

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে টানাপোড়েন চলছে কোচ রোনাল্ড কোমানের। মাঠেও সময়টা ভালো যাচ্ছে না কাতালান ক্লাবটির। একের পর এক পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত লিওনেল মেসির সাবেক ক্লাব। 

মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে গত রাতে কাদিজের বিপক্ষে বার্সার দুঃস্বপ্নের ম্যাচ। নিষ্প্রাণ ড্র ম্যাচটি উত্তাপ ছড়িয়েছে বার্সার দেখা দুটি লাল কার্ডে। এর একটি আবার দেখেছেন কোচ কোমান! সব মিলিয়ে বার্সার হতশ্রী পারফরম্যান্সে ভীষণ চাপেই আছেন তিনি। 

অবশ্য ম্যাচ শেষে লাল কার্ড নিয়ে ক্ষোভ ঝরেছে কোমানের মুখে। ৫৮ বছর বয়সী ডাচ কোচের দাবি, কার্ড পাওয়ার মতো কিছু করেননি তিনি। কোমানের আগে জোড়া হলুদ কার্ডের খপ্পরে মাঠ ছাড়তে হয়েছে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াংকে। ম্যাচের নানা মুহূর্তে মাঠে তাই কোচকে বেশ অগ্নিশর্মা দেখা যায়। 

এ নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, ‘ধীরস্থির থেকেই আমি রেফারির সঙ্গে কথা বলছিলাম। আমি স্রেফ চতুর্থ অফিশিয়ালকে বলেছিলাম মাঠে দুটি বল।’ 

‘এ দেশে কোনো কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমি তাকে (রেফারিকে) জিজ্ঞেস করেছিলাম, এটা (লাল কার্ড) কেন? সে জানাল, আমার আচরণ পছন্দ হয়নি। যাই হোক, এটা আমার সমস্যা নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত