ক্রীড়া ডেস্ক
জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুরুত্বপূর্ণ সময়ে দলের ত্রাণকর্তা হিসেবেও আবির্ভূত হতে দেখা যাচ্ছে এই পর্তুগিজ মহাতারকাকে। তবে ক্লাবকে দেওয়ার পাশাপাশি ক্লাব থেকে রোনালদো নিচ্ছেনও অনেক। ম্যানইউ রোনালদোকে বার্ষিক ২৫ মিলিয়ন পাউন্ড বেতন দিচ্ছে। অথচ প্রিমিয়ার লিগে খেলে এমন তিনটি ক্লাব আছে যাদের গোটা স্কোয়াড রোনালদোর চেয়ে কম বেতন পায়।
রোনালদোর চেয়ে কম বেতন পাওয়া সেই তিন ক্লাব হচ্ছে নরউইচ, লিডস ও ব্রেন্টফোর্ড। প্রিমিয়ার লিগে আসা-যাওয়ার মাঝে থাকা নরউইচ স্কোয়াডে থাকা ৩১ খেলোয়াড়কে বেতন দেয় ২৪.২৪ মিলিয়ন পাউন্ড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে এসে চমক দেয় মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেড। তবে এবারের মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। লিডস তাদের স্কোয়াডে থাকা ২৫ খেলোয়াড়কে বেতন দেয় বার্ষিক ১৮ মিলিয়ন পাউন্ড।
লিডসের চেয়েও কম বেতন দেয় ব্রেন্টফোর্ড। ৭৪ বছর প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাবটি খেলোয়াড়দের বেতন দেয় রোনালদোর প্রায় অর্ধেক। ২৮ জন খেলোয়াড়কে বছরে তারা বেতন দেয় ১৩ মিলিয়ন পাউন্ড।
বেতন দেওয়ার দিক থেকে সবার ওপরে অবশ্য রোনালদোর ম্যানইউই। বছরে তারা খেলোয়াড়দের বেতন দিচ্ছে ২২৭ মিলিয়ন পাউন্ড। ম্যানইউর পরেই আছে চেলসি। তারা বেতন দেয় ১৬৩ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে থাকা সিটির বেতনের পেছনে খরচ করে বার্ষিক ১৪৩ মিলিয়ন পাউন্ড।
জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুরুত্বপূর্ণ সময়ে দলের ত্রাণকর্তা হিসেবেও আবির্ভূত হতে দেখা যাচ্ছে এই পর্তুগিজ মহাতারকাকে। তবে ক্লাবকে দেওয়ার পাশাপাশি ক্লাব থেকে রোনালদো নিচ্ছেনও অনেক। ম্যানইউ রোনালদোকে বার্ষিক ২৫ মিলিয়ন পাউন্ড বেতন দিচ্ছে। অথচ প্রিমিয়ার লিগে খেলে এমন তিনটি ক্লাব আছে যাদের গোটা স্কোয়াড রোনালদোর চেয়ে কম বেতন পায়।
রোনালদোর চেয়ে কম বেতন পাওয়া সেই তিন ক্লাব হচ্ছে নরউইচ, লিডস ও ব্রেন্টফোর্ড। প্রিমিয়ার লিগে আসা-যাওয়ার মাঝে থাকা নরউইচ স্কোয়াডে থাকা ৩১ খেলোয়াড়কে বেতন দেয় ২৪.২৪ মিলিয়ন পাউন্ড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে এসে চমক দেয় মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেড। তবে এবারের মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। লিডস তাদের স্কোয়াডে থাকা ২৫ খেলোয়াড়কে বেতন দেয় বার্ষিক ১৮ মিলিয়ন পাউন্ড।
লিডসের চেয়েও কম বেতন দেয় ব্রেন্টফোর্ড। ৭৪ বছর প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাবটি খেলোয়াড়দের বেতন দেয় রোনালদোর প্রায় অর্ধেক। ২৮ জন খেলোয়াড়কে বছরে তারা বেতন দেয় ১৩ মিলিয়ন পাউন্ড।
বেতন দেওয়ার দিক থেকে সবার ওপরে অবশ্য রোনালদোর ম্যানইউই। বছরে তারা খেলোয়াড়দের বেতন দিচ্ছে ২২৭ মিলিয়ন পাউন্ড। ম্যানইউর পরেই আছে চেলসি। তারা বেতন দেয় ১৬৩ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে থাকা সিটির বেতনের পেছনে খরচ করে বার্ষিক ১৪৩ মিলিয়ন পাউন্ড।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩৬ মিনিট আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে