ক্রীড়া ডেস্ক
যেকোনো মেজর টুর্নামেন্ট মানেই এখন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফেরার পর বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দলকে সাদরে বরণ করার দৃশ্য এখন খুবই পরিচিত। এবারের কোপা আমেরিকা জয়ের পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকারা ফেরেননি দলের সঙ্গে।
মায়ামির হার্ড রকে গতকাল কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকালে হলেও মায়ামির স্থানীয় সময় রোববার রাতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালের পর সোমবার মায়ামির স্থানীয় সময় রাতে রওনা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় হিসেব করলে সেটা আজ সকাল ৭টা। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করতে অধীর আগ্রহে ছিলেন অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। স্কালোনিদের বিমান যখন বিমানবন্দরে নামে, তখন আর্জেন্টিনাকে বহনকারী বিমানে দেখা গেছে, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছি।’
এজেইজা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে শিরোপা নিয়ে ছবি তোলেন দি মারিয়া, স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাপিয়া ও স্কালোনির মাঝে দাঁড়ানো দি মারিয়ার হাতেই ছিল কোপার শিরোপা। বিমানবন্দরে নামার পরপরই এএফএ তাদের সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে।
মায়ামি ছাড়ার আগে স্কালোনিকে যে ভক্ত-সমর্থকেরা বিদায় জানাতে এসেছেন, তাঁদের জন্য নিজের স্বাক্ষরিত অসংখ্য জামা দিয়েছেন স্কালোনি। সেখানে সংবাদমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এভাবেই তো ম্যাচ খেলতে হয়। দিন শেষে কোনো প্রতিপক্ষই সহজ নয়। কন্ডিশন কঠিন ছিল। আমরা খেলেছি যেভাবে, আমাদের খেলতে হবে।’
ফাইনালে গোড়ালির চোটে পড়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। মেসির উদ্ধৃতি প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘উদ্যাপনের পর কোনো কথা হয়নি এ ব্যাপারে। আমি জানি কীভাবে হাঁটছিলাম। আপনারা তো ছবি দেখেছেন। খুবই জটিল ছিল।’
মেসি-মার্তিনেজই যে দেশে ফেরেননি তা নয়; নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি—আর্জেন্টিনার এই তিন ফুটবলার থেকে গেছেন ফ্লোরিডায়। আলবিসেলেস্তেদের তিন ফুটবলার আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দেবেন প্যারিস অলিম্পিক খেলতে।
যেকোনো মেজর টুর্নামেন্ট মানেই এখন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফেরার পর বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দলকে সাদরে বরণ করার দৃশ্য এখন খুবই পরিচিত। এবারের কোপা আমেরিকা জয়ের পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের মতো তারকারা ফেরেননি দলের সঙ্গে।
মায়ামির হার্ড রকে গতকাল কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকালে হলেও মায়ামির স্থানীয় সময় রোববার রাতে হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ফাইনালের পর সোমবার মায়ামির স্থানীয় সময় রাতে রওনা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় হিসেব করলে সেটা আজ সকাল ৭টা। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করতে অধীর আগ্রহে ছিলেন অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। স্কালোনিদের বিমান যখন বিমানবন্দরে নামে, তখন আর্জেন্টিনাকে বহনকারী বিমানে দেখা গেছে, ‘আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছি।’
এজেইজা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে শিরোপা নিয়ে ছবি তোলেন দি মারিয়া, স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাপিয়া ও স্কালোনির মাঝে দাঁড়ানো দি মারিয়ার হাতেই ছিল কোপার শিরোপা। বিমানবন্দরে নামার পরপরই এএফএ তাদের সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে।
মায়ামি ছাড়ার আগে স্কালোনিকে যে ভক্ত-সমর্থকেরা বিদায় জানাতে এসেছেন, তাঁদের জন্য নিজের স্বাক্ষরিত অসংখ্য জামা দিয়েছেন স্কালোনি। সেখানে সংবাদমাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এভাবেই তো ম্যাচ খেলতে হয়। দিন শেষে কোনো প্রতিপক্ষই সহজ নয়। কন্ডিশন কঠিন ছিল। আমরা খেলেছি যেভাবে, আমাদের খেলতে হবে।’
ফাইনালে গোড়ালির চোটে পড়ে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। মেসির উদ্ধৃতি প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘উদ্যাপনের পর কোনো কথা হয়নি এ ব্যাপারে। আমি জানি কীভাবে হাঁটছিলাম। আপনারা তো ছবি দেখেছেন। খুবই জটিল ছিল।’
মেসি-মার্তিনেজই যে দেশে ফেরেননি তা নয়; নিকোলাস তাগলিয়াফিকো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি—আর্জেন্টিনার এই তিন ফুটবলার থেকে গেছেন ফ্লোরিডায়। আলবিসেলেস্তেদের তিন ফুটবলার আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দেবেন প্যারিস অলিম্পিক খেলতে।
লিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
১১ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
১ ঘণ্টা আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
২ ঘণ্টা আগে