Ajker Patrika

কোচ বরখাস্ত না হলে খেলা ছেড়ে দেবেন স্প্যানিশ নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৪
কোচ বরখাস্ত না হলে খেলা ছেড়ে দেবেন স্প্যানিশ নারী ফুটবলাররা

কোচের বিরুদ্ধে একরকম ‘বিদ্রোহের ঘোষণা’ দিয়েছেন স্প্যানিশ নারী ফুটবলাররা। কোচ হোর্হে ভিলদা পদত্যাগ না করলে খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ১৫ জন নারী ফুটবলার। ফুটবলাররা দাবি করেছেন, ভিলদার সময় তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ঘটনাটা স্পোর্টিংয়ের চেয়ে মর্যাদার ব্যাপারে পরিণত হয়েছে। ব্যাপারটা অগ্রাহ্য করার মতো নয়। পুরুষ ও নারী ফুটবলের ইস্যুতে এমন ঘটনা কখনোই ঘটেনি। স্পেন এবং বিশ্বের কোথাও ঘটেনি। জাতীয় দলের দরকার দায়িত্বশীল ফুটবলার, যারা দেশের জার্সি পরে গর্ববোধ করেন এবং মর্যাদা রক্ষার্থে সচেষ্ট থাকেন।

সংস্থাটি অবশ্য বলেছে, জাতীয় দলের কোচের চাকরি নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারে তারা খেলোয়াড়দের অনুমতি দেয় না। এমনকি আরও বলেছে, যাঁরা জাতীয় দলের হয়ে খেলতে চাইবেন না, তাঁদের আড়াই বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

২০১৫ নারী ফুটবল বিশ্বকাপে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে স্পেন টুর্নামেন্ট শেষ করেছিল। এ কারণে তৎকালীন কোচ ইগনাসিও কুয়েরেদা পদত্যাগ করেছিলেন। কুয়েরেদার পর দলটির দায়িত্ব নেন ভিলদা। ভিলদার অধীনে ২০২২ নারী ইউরোতে কোয়ার্টার ফাইনাল খেলে স্পেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত