ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স ছিল বাজে। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের মৌসুমে তাই ভালো কিছু করার লক্ষ্যেই গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তারা।
আর শুরুতেই টুর্নামেন্টের নতুন দল অ্যান্টওয়ার্পকে পেয়ে রীতিমতো খেলল বার্সেলোনা। ৫–০ গোলের ব্যবধানে বেলজিয়ামের ক্লাবকে উড়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন এই মৌসুমে নতুন আসা জোয়াও ফিলিক্স, একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোফস্কি ও গাভি। বাকি গোলটি আত্মঘাতী।
ঘরের মাঠে একমাত্র গোলটি করে রেকর্ড গড়েছেন লেভানডোফস্কি। চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড। ম্যাচের ১৯ মিনিটে দলের দ্বিতীয় গোলের সময় পোলিশ স্ট্রাইকারের বয়স ৩৫ বছর ২৯ দিন ছিল। আগের রেকর্ডটি ছিল সাবেক স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ২০২১ সালে ৩৪ বছর ২৬০ দিন বয়সে দিনামো কিয়েভের বিপক্ষে গোল করেছিলেন পিকে।
লেভার রেকর্ডের রাতে বার্সার হয়ে গোল উৎসব শুরু করেন ফিলিক্স। ম্যাচের ১১ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি। গোলটিতে সহায়তা করেন ইলকাই গুন্দোয়ান। উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই লেভার রেকর্ড গোলে সহায়তা করেন আতলেতিকো থেকে বার্সায় আসে ফিলিক্স।
২–০ গোলে পিছিয়ে থেকে গোল শোধ দেওয়ার বিপরীতে আত্মঘাতী গোল হজম করে বসে অ্যান্টওয়ার্প। ২২ মিনিটে নিজেদের জালে বল জড়ান ডিফেন্ডার জেলে বাতাইলে। এরপর আর কোনো গোল না হলে ৩–০ ব্যবধানে বিরতিতে যায় বার্সা। বিরতি শেষে ফিরে আরও ২ গোল করে লিগ চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ৪–০ ব্যবধান করেন গাভি। আর শেষ পেরেকটি হেডে দেন প্রথম গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড ফিলিক্স।
ফিলিক্সের জোড়া গোলের রাতে শেষ মুহূর্তে তাঁর সাবেক ক্লাব আতলেতিকো মাদ্রিদ জয় বঞ্চিত হয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে ২৯ মিনিটে লিড নিয়েছিল আতলেতিকো। দলের হয়ে গোলটি করেছিলেন পাবলো বারিওস। স্প্যানিশ মিডফিল্ডারের গোলে যখন জয়ে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আতলেতিকোর হৃদয় চুরমার করে দেন ইভান প্রোভেডেল।
যাঁর মূল কাজ গোলবার সামলানো। যোগ করা সময়ের ৫ মিনিটে লাৎসিও কর্নার পেলে গোল শোধ দিতে নিজেদের গোলবার ছেড়ে আতলেতিকোর ডি বক্সে আসেন প্রোভেডেল। সতীর্থ লুইস আলবার্তোর কর্নার কিকে গোল না হলেও ফিরতি এক ক্রসে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান ইতালিয়ান গোলরক্ষক।
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স ছিল বাজে। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের মৌসুমে তাই ভালো কিছু করার লক্ষ্যেই গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তারা।
আর শুরুতেই টুর্নামেন্টের নতুন দল অ্যান্টওয়ার্পকে পেয়ে রীতিমতো খেলল বার্সেলোনা। ৫–০ গোলের ব্যবধানে বেলজিয়ামের ক্লাবকে উড়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন এই মৌসুমে নতুন আসা জোয়াও ফিলিক্স, একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোফস্কি ও গাভি। বাকি গোলটি আত্মঘাতী।
ঘরের মাঠে একমাত্র গোলটি করে রেকর্ড গড়েছেন লেভানডোফস্কি। চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড। ম্যাচের ১৯ মিনিটে দলের দ্বিতীয় গোলের সময় পোলিশ স্ট্রাইকারের বয়স ৩৫ বছর ২৯ দিন ছিল। আগের রেকর্ডটি ছিল সাবেক স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ২০২১ সালে ৩৪ বছর ২৬০ দিন বয়সে দিনামো কিয়েভের বিপক্ষে গোল করেছিলেন পিকে।
লেভার রেকর্ডের রাতে বার্সার হয়ে গোল উৎসব শুরু করেন ফিলিক্স। ম্যাচের ১১ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি। গোলটিতে সহায়তা করেন ইলকাই গুন্দোয়ান। উদ্যাপনের রেশ কাটতে না কাটতেই লেভার রেকর্ড গোলে সহায়তা করেন আতলেতিকো থেকে বার্সায় আসে ফিলিক্স।
২–০ গোলে পিছিয়ে থেকে গোল শোধ দেওয়ার বিপরীতে আত্মঘাতী গোল হজম করে বসে অ্যান্টওয়ার্প। ২২ মিনিটে নিজেদের জালে বল জড়ান ডিফেন্ডার জেলে বাতাইলে। এরপর আর কোনো গোল না হলে ৩–০ ব্যবধানে বিরতিতে যায় বার্সা। বিরতি শেষে ফিরে আরও ২ গোল করে লিগ চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ৪–০ ব্যবধান করেন গাভি। আর শেষ পেরেকটি হেডে দেন প্রথম গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড ফিলিক্স।
ফিলিক্সের জোড়া গোলের রাতে শেষ মুহূর্তে তাঁর সাবেক ক্লাব আতলেতিকো মাদ্রিদ জয় বঞ্চিত হয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে ২৯ মিনিটে লিড নিয়েছিল আতলেতিকো। দলের হয়ে গোলটি করেছিলেন পাবলো বারিওস। স্প্যানিশ মিডফিল্ডারের গোলে যখন জয়ে প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আতলেতিকোর হৃদয় চুরমার করে দেন ইভান প্রোভেডেল।
যাঁর মূল কাজ গোলবার সামলানো। যোগ করা সময়ের ৫ মিনিটে লাৎসিও কর্নার পেলে গোল শোধ দিতে নিজেদের গোলবার ছেড়ে আতলেতিকোর ডি বক্সে আসেন প্রোভেডেল। সতীর্থ লুইস আলবার্তোর কর্নার কিকে গোল না হলেও ফিরতি এক ক্রসে দুর্দান্ত হেডে দলকে সমতায় ফেরান ইতালিয়ান গোলরক্ষক।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১৬ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে