ক্রীড়া ডেস্ক
মার্কাস রাশফোর্ড ও আলেজান্দ্রো গার্নাচোর শেষ মুহূর্তের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে তাদেরই মাঠ এলান্ড রোডে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে এরিক টেন হাগের দল।
ইউনাইটেডের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৬। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে সিটি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ১৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের শঙ্কায় লিডস।
গত সপ্তাহে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হার এড়িয়েছিল ইউনাইটেড। এবার যেন সেই পয়েন্ট হারানোর প্রতিশোধ নিল তারা। সেই ম্যাচে রেড ডেভিলদের প্রথম গোলটি করেন রাশফোর্ড। এবারও শেষ মুহূর্তের গোলে টেন হাগের মন থেকে পাথরভার নামান ইংলিশ ফরোয়ার্ড। ৮০ মিনিটে লুক শ’র পাস থেকে জাল খুঁজে নেন রাশফোর্ড। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড লিগে পেলেন টানা চার গোল।
৮৫ মিনিটে ওয়েগহর্স্টের পাস থেকে ইউনাইটেডের ব্যবধান বাড়ান গার্নাচো। সেই ব্যবধান আরও বাড়তে পারত তাদের। তবে ৯০ ও অতিরিক্ত চতুর্থ মিনিটে ভিএআরে আরও দুটি গোল বাতিল হয় রেড ডেভিলদের।
মার্কাস রাশফোর্ড ও আলেজান্দ্রো গার্নাচোর শেষ মুহূর্তের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে তাদেরই মাঠ এলান্ড রোডে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে এরিক টেন হাগের দল।
ইউনাইটেডের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৬। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে সিটি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ১৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের শঙ্কায় লিডস।
গত সপ্তাহে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হার এড়িয়েছিল ইউনাইটেড। এবার যেন সেই পয়েন্ট হারানোর প্রতিশোধ নিল তারা। সেই ম্যাচে রেড ডেভিলদের প্রথম গোলটি করেন রাশফোর্ড। এবারও শেষ মুহূর্তের গোলে টেন হাগের মন থেকে পাথরভার নামান ইংলিশ ফরোয়ার্ড। ৮০ মিনিটে লুক শ’র পাস থেকে জাল খুঁজে নেন রাশফোর্ড। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৫ বছর বয়সী ফরোয়ার্ড লিগে পেলেন টানা চার গোল।
৮৫ মিনিটে ওয়েগহর্স্টের পাস থেকে ইউনাইটেডের ব্যবধান বাড়ান গার্নাচো। সেই ব্যবধান আরও বাড়তে পারত তাদের। তবে ৯০ ও অতিরিক্ত চতুর্থ মিনিটে ভিএআরে আরও দুটি গোল বাতিল হয় রেড ডেভিলদের।
আচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
৭ মিনিট আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগে