সতীর্থর গোল ঠেকিয়ে ক্ষমা চাইলেন ফাতি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ২১: ৩০
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২২: ৪৪

সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের জালে বল পাঠিয়ে ১-০ গোলে ম্যাচ হেরেছিল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে ২০১০ সালের পর ঘরের মাঠে গোল পোস্ট বরাবর কোনো শট ছাড়াই লজ্জার রেকর্ড নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। 

স্বাগতিক রিয়াল মাদ্রিদ হারতে পারত ২-০ ব্যবধানে। ম্যাচের ৭১ মিনিটে বার্সা ফুটবলার ফ্র্যাংক কেসিকে আনমার্ক করা অবস্থায় পেয়ে যান ফেরান তরেস। ফাঁকা গোল পোস্টে লক্ষ্য বরাবর শটও নিয়েছিলেন কেসি। কিন্তু বিধিবাম! আনসু ফাতির ভুলে কেসির নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। কেসির শট জালে জড়ানোর আগে ফাতির পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। পায়ের সঙ্গে বলের স্পর্শ ঠেকাতে লাফ দিলেও ব্যর্থ হয়েছেন ফাতি। 

নিশ্চিত গোলের সুযোগ মিস হওয়ায় সতীর্থের ওপর বিরক্ত হলেও ম্যাচ শেষে কেসির রাগ কমে যায় বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্ডো ডেপোরতিভো।’ ম্যাচ শেষে কেসির কাছে ক্ষমা চেয়েছিলেন ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা ফুটবলার। ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে বার্সায় যোগদানের প্রথম দিন থেকেই ফাতির সঙ্গে ছোটোভাই সুলভ সম্পর্ক কেসির। 

গত মৌসুমে চোট কাটিয়ে ওঠার পর নিজেকে হারিয়ে খুঁজছেন উঠতি এই তারকা ফুটবলার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ফাতি খেলেছেন ৩৫ ম্যাচ। করেছেন ৬ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত