ক্রীড়া ডেস্ক
কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।
কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে