ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১১ ঘণ্টা আগে