Ajker Patrika

মেসিকে ছাড়িয়ে যে তালিকায় শীর্ষে রোনালদো 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৩: ৪৯
মেসিকে ছাড়িয়ে যে তালিকায় শীর্ষে রোনালদো 

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিযোগিতা যে শুধু মাঠের লড়াইয়ে, তা নয়। মাঠের লড়াই ছাপিয়েও এ দুই তারকা ফুটবলারের মধ্যে চলে প্রতিযোগিতা। কখনো মেসি এগিয়ে যান, কখনো রোনালদো। গুগলের সার্চ লিস্টে মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারকে মাসে প্রায় দুই কোটি বার খোঁজ করা হয়েছে।

২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ‘ফুটগোল’ নামে একটি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। এই সার্চ লিস্টে সবার ওপরে আছেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডকে মাসে ১ কোটি ৭৪ লাখ বার খোঁজা হয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে চলে যাওয়ার পরও রোনালদোর ভক্তের পরিমাণ বেড়েছে। রোনালদোর পর দ্বিতীয় স্থানে আছেন মেসি। আর্জেন্টিনার ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের নায়ককে মাসে খোঁজা হয়েছে ১ কোটি ৩২ লাখ বার। ২০২২ ফুটবল বিশ্বকাপে মেসি জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। গত মাসে ‘ফিফা দ্য বেস্ট-২০২২’-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

গুগলের সার্চ লিস্টে কোটি ছাড়িয়ে যাওয়া ফুটবলার মেসি ও রোনালদো। মেসি ও রোনালদোর পর এই তালিকায় আছেন নেইমার। তিনে থাকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে মাসে খোঁজা হয়েছে ৯২ লাখ ৬০ হাজার বার। চার ও পাঁচে আছেন কিলিয়ান এমবাপ্পে ও রবার্ট লেভানডফস্কি, যেখানে লেভাকে ৫০ লাখেরও কম বার খোঁজা হয়েছে।

গুগলের সার্চ লিস্টে শীর্ষ দশ ফুটবলার (মাসের হিসেবে): 
ক্রিস্টিয়ানো রোনালদো: ১ কোটি ৭৪ লাখ
লিওনেল মেসি: ১ কোটি ৩২ লাখ
নেইমার: ৯২ লাখ ৬০ হাজার 
কিলিয়ান এমবাপ্পে: ৮৫ লাখ ৬০ হাজার 
রবার্ট লেভানডফস্কি: ৩২ লাখ ৯০ হাজার
করিম বেনজেমা: ২৪ লাখ ২০ হাজার 
পাওলো দিবালা: ২২ লাখ ২০ হাজার 
জেরার্ড পিকে: ১৯ লাখ ১০ হাজার
 সাদিও মানে: ১৮ লাখ ১০ হাজার 
লুইস সুয়ারেজ: ১৭ লাখ ৪০ হাজার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত