নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে ধরেছিলেন ভুটানের ফুটবলাররা। আবদার ছিল একটা ছবি তোলার। হাসিমুখে প্রতিপক্ষ ফুটবলারদের সেই ইচ্ছা পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ফুটবলে বিরল এক দৃশ্যই দেখা গেছে গতকাল!
অথচ অনন্য কৌশল আর গতিতে গতকাল ভুটানের মেয়েদের নাচিয়ে ছেড়েছেন শামসুন্নাহার। তাঁর হ্যাটট্রিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। শামসুন্নাহারকে আটকাতে গলদঘর্ম হলেও ভুটানের মেয়েরা ঠিকই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়কের খেলা। ভক্ত বনে গেছেন শামসুন্নাহারের খেলারও।
আজ সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই হাসির রোল উঠল। ভুটানের মেয়েরা তাঁর কাছে কী জানতে চেয়েছেন, সেই কথা বলতেই শামসুন্নাহার দিলেন মজার এক তথ্য। বললেন, ‘শেষের দিকে ওদের তিনজন খেলোয়াড় বলছিল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে, পানি খাও আর গোল দিয়ো না (হাসি)। পরে অবশ্য আমি পানি খেয়েছি।’
ম্যাচ শেষে শামসুন্নাহারের চুলের প্রশংসা করে তাঁর ফেসবুক আইডিও নিয়েছে ভুটানের ফুটবলাররা। নিজেদের শামসুন্নাহারের ভক্তও বলেছেন এই ফুটবলাররা। শামসুন্নাহার বলেছেন, ‘খেলার পর ওরা এসে বলেছে, তোমার বড় ভক্ত আমরা। তোমার খেলা দেখে ভক্ত হয়ে গেছি। চুলের ধরন ভালো লেগেছে। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম—কোনটা চালাই; এসব জানতে চেয়েছে। ছবি তুলতে চেয়েছে।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন শামসুন্নাহার। আগামীকাল নিজের গোলের চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি আগ্রহী বাংলাদেশ অধিনায়ক, ‘দলের পারফরম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেন জেতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে, কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ, এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১১ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৩ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে