ক্রীড়া ডেস্ক
সরাসরি বিশ্বকাপে খেলতে একটা পয়েন্ট হলেই চলতো পর্তুগালের। গতকালকের ম্যাচে নিজেদের মাঠে এগিয়েও ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এমন ম্যাচেই কিনা হেরে বসেছে পর্তুগিজরা। ঠিক ৯০ মিনিটে গোল হজম করে সার্বিয়ার কাছে ২-১ গোলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষে রোনালদোদের।
উয়েফা অঞ্চলের ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সার্বিয়া। আট ম্যাচে ২০ পয়েন্ট সার্বদের। সমান ম্যাচে ১৭ পয়েন্টে গ্রুপে রানার্সআপ হওয়ায় প্লে-অফ খেলতে হবে পর্তুগালকে।
স্টাডিও দা লুজে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বের্নাদো সিলভার পাস থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন রেনাতো সানচেজ। প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় সার্বিয়া। সেই গোলে অবশ্য দায় আছে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর।
৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন সার্বিয়ান ফরোয়ার্ড ডুসান তাদিচ। প্যাট্রিসিও বলের গতি রোধ করতে পারলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল তার গ্লাভস গলে অতিক্রম করে গোললাইন।
দ্বিতীয়ার্ধে রোনালদোদের বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করে দেন সার্বিয়ান গোলরক্ষক রাজকোভিচ। সমতায় থাকা ম্যাচটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাতেও ছিলেন না রোনালদোরা। কিন্তু খেলার একদম শেষ দিকে এসে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দেন আলেক্সান্ডার মিত্রোভিচ। তাদিচের আকাশে ভাসানো পাস থেকে বলে দারুণ এক হেডে সার্বিয়ার বিশ্বকাপ নিশ্চিত করেন মিত্রোভিচ।
বেশি মাত্রায় রক্ষণাত্মক হতে গিয়েই এই হার, এমনটাই দাবি রোনালদোর। ম্যাচ শেষে হারের দায় নিয়েছেন নিজের কাঁধেই, ‘আমরা খারাপ খেলেছি, তাই সমস্ত দায় আমাদের। দ্বিতীয়ার্ধে আমরা শুধু রক্ষণেই বেশি মনোযোগ দিয়েছি। সার্বিয়াকেও ভালো খেলার প্রশংসাটা দিতেই হয়।’
‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ২০১০ বিশ্ব সেরা স্পেন। আলভারো মোরাতার গোলে গতকাল রাতে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে স্প্যনিশরা। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট সার্জিও বুস্কেটসদের। ১৫ পয়েন্টে রানার্সআপ সুইডেনকে খেলতে হবে প্লে-অফ।
সরাসরি বিশ্বকাপে খেলতে একটা পয়েন্ট হলেই চলতো পর্তুগালের। গতকালকের ম্যাচে নিজেদের মাঠে এগিয়েও ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এমন ম্যাচেই কিনা হেরে বসেছে পর্তুগিজরা। ঠিক ৯০ মিনিটে গোল হজম করে সার্বিয়ার কাছে ২-১ গোলে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষে রোনালদোদের।
উয়েফা অঞ্চলের ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সার্বিয়া। আট ম্যাচে ২০ পয়েন্ট সার্বদের। সমান ম্যাচে ১৭ পয়েন্টে গ্রুপে রানার্সআপ হওয়ায় প্লে-অফ খেলতে হবে পর্তুগালকে।
স্টাডিও দা লুজে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বের্নাদো সিলভার পাস থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন রেনাতো সানচেজ। প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় সার্বিয়া। সেই গোলে অবশ্য দায় আছে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর।
৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন সার্বিয়ান ফরোয়ার্ড ডুসান তাদিচ। প্যাট্রিসিও বলের গতি রোধ করতে পারলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল তার গ্লাভস গলে অতিক্রম করে গোললাইন।
দ্বিতীয়ার্ধে রোনালদোদের বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করে দেন সার্বিয়ান গোলরক্ষক রাজকোভিচ। সমতায় থাকা ম্যাচটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাতেও ছিলেন না রোনালদোরা। কিন্তু খেলার একদম শেষ দিকে এসে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দেন আলেক্সান্ডার মিত্রোভিচ। তাদিচের আকাশে ভাসানো পাস থেকে বলে দারুণ এক হেডে সার্বিয়ার বিশ্বকাপ নিশ্চিত করেন মিত্রোভিচ।
বেশি মাত্রায় রক্ষণাত্মক হতে গিয়েই এই হার, এমনটাই দাবি রোনালদোর। ম্যাচ শেষে হারের দায় নিয়েছেন নিজের কাঁধেই, ‘আমরা খারাপ খেলেছি, তাই সমস্ত দায় আমাদের। দ্বিতীয়ার্ধে আমরা শুধু রক্ষণেই বেশি মনোযোগ দিয়েছি। সার্বিয়াকেও ভালো খেলার প্রশংসাটা দিতেই হয়।’
‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ২০১০ বিশ্ব সেরা স্পেন। আলভারো মোরাতার গোলে গতকাল রাতে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে স্প্যনিশরা। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট সার্জিও বুস্কেটসদের। ১৫ পয়েন্টে রানার্সআপ সুইডেনকে খেলতে হবে প্লে-অফ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
২ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগে