ম্যান ইউনাইটেডকে কিনতে চায় কাতারি বিনিয়োগকারীরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৪
Thumbnail image

গ্লেজার্স পরিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে গত ২২ নভেম্বর। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে অনেকেই ক্লাবকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এবার ইংলিশ ক্লাবকে কেনার আগ্রহ প্রকাশ করেছে কাতারি বিনিয়োগকারীরা।

এ মাসের মাঝামাঝি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের নিলাম। এর আগেই নিলামের কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছে কাতারি বিনিয়োগকারীরা। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা উল্লেখযোগ্য তহবিল সংগ্রহ করেছে এবং ক্লাবকে কিনতে খুবই আগ্রহীও। ইউনাইটেডের মালিকানা পেলে ক্লাবকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চায় তারা। 

গত কয়েক বছর ধরেই ক্লাব সমর্থকদের সমালোচনার মুখে আছে ক্লাবটির মালিকপক্ষ গ্লেজার্স পরিবার। শিরোপা খরাসহ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম দেখেনি উন্নয়নের মুখও। এ ছাড়া বিপুল আর্থিক দেনাতেও আছে ইংলিশ ক্লাবটি। এ জন্য ৬৮৫৩১ কোটি ২৪ লাখ টাকাতে বিক্রি করার ঘোষণা দিয়েছে পরিবারটি। 

তবে ম্যান ইউনাইটেড কিনতে বেশ বেগ পেতে হবে কাতারি বিনিয়োগকারীদের। কেননা নিলামে ব্রিটেনের সর্বোচ্চ ধনী জিম র‍্যাটক্লিফের মুখোমুখি হতে হবে তাদের। সে যাই হোক নিলামের সময় আসলে তা বোঝা যাবে। তবে সাম্প্রতিক সময়ে রেড ডেভিলসরা দুর্দান্ত ছন্দে আছে। লীগে ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে তিনে আছে দলটি। এ মাসের ১৬ তারিখে ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচে বার্সালোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত