রোনালদোকে ছুঁয়ে ফেলা মেসি হ্যাটট্রিকের রেকর্ড থেকে কত দূর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৪: ০০
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৬: ৩৮

ত্রিস্টিয়ানো রোনালদো  ৪০ ছুঁইছুঁই।  লিওনেল মেসি ৩৭ পেরিয়েছেন এ বছরের জুনে। তবে মাঠের পারফরম্যান্সে সেটা বোঝার যে কোনো উপায় নেই। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন সময়ের দুই তারকা ফুটবলার।  

এস্তাদিও মাস মনুমেন্তালে ম্যাচটা যতটা না আর্জেন্টিনা-বলিভিয়া, সেটার চেয়েও বেশি মনে হয়েছে মেসি-বলিভিয়া ম্যাচ। কারণ বাংলাদেশ সময় আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৬-০ গোলে। ৩ গোল, ২ অ্যাসিস্ট—৬ গোলের পাঁচটিতেই রয়েছে মেসির অবদান। আর্জেন্টিনার জার্সিতে এটা দশম হ্যাটট্রিক। তাতে ছুঁয়ে ফেললেন রোনালদোকে। সময়ের দুই তারকা রোনালদো, মেসি আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১০টি করে হ্যাটট্রিক।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১২ হ্যাটট্রিক করেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান। এই তালিকায় দুইয়ে কানাডার ক্রিস্টাইন সিনক্লেয়ার। কানাডার জার্সিতে তিনি করেন ১১ হ্যাটট্রিক। ছেলেদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে মেসি, রোনালদো ও ভিভিয়ান উডওয়ার্ড। মেসি-রোনালদোর মতো ইংল্যান্ডের উডওয়ার্ড করেন ১০টি হ্যাটট্রিক। সর্বোচ্চ ১২ ও ১১ হ্যাাটট্রিক করা মরগান ও সিনক্লেয়ার নারী ফুটবলার।   

বিশ্বের যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, লিওনেল মেসি খেললে গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ স্লোগান শোনা যাবেই। যদি সেটা আর্জেন্টিনার মাঠে হয়, তাহলে তো কথাই নেই। মেসি জানিয়েছেন, ভক্ত-সমর্থকদের এই হর্ষধ্বনি তাঁকে দারুণভাবে অনুপ্রাণিত করে। দর্শকদের করতালি ও হর্ষধ্বনিতে আজ মুখর হয়ে ওঠে মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমকে মেসি বলেন,‘এখানে এসে ভালোই লাগছে। মানুষের ভালোবাসা অনুভব করতে পারছি। তারা যখন আমার নাম নিয়ে চিৎকার করে, তখন সেটা ভালো করতে তাড়না দেয়।’          

মেসির ভবিষ্যৎ কী-এটা নিয়ে আলোচনা চলছে গত কয়েক বছর। একেক সময় শোনা যায় একেক কথা। বলিভিয়ার বিপক্ষে আজ ম্যাচের পরও তেমন কিছু স্পষ্ট করে বলেননি তিনি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করিনি। সব ম্যাচই উপভোগ করতে চাই। প্রতিদিন আগের চেয়ে ভালো করতে অনুপ্রেরণা জোগায়। দর্শকদের ভালোবাসা আমি অনুভব করতে পারি। কারণ আমি জানি এই ম্যাচগুলোই আমার শেষ ম্যাচ হতে পারে।’

এ বছরের ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। দুই মাস প্রতিযোগিতামূলক ফুটবলে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি। গত মাসে ইন্টার মায়ামির হয়ে ফেরার ম্যাচেই দুর্দান্ত খেলেন তিনি। আজ তো বলিভিয়াকে মেসি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁকে দেখে বোঝারই উপায় নেই যে বয়স ৩৭ পেরিয়ে গেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন,‘বয়স যতই হোক, এখনো নিজেকে বাচ্চাই মনে করি। কারণ এই দলের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যতক্ষণ ভালো অনুভব করব, যেভাবে চাচ্ছি সেভাবেই পারফর্ম করে যাব।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক
                                               হ্যাটট্রিক                     দল
অ্যালেক্স মরগান                         ১২                          যুক্তরাষ্ট্র
ক্রিস্টাইন সিনক্লেয়ার                  ১১                          কানাডা
 লিওনেল মেসি                           ১০                          আর্জেন্টিনা
ক্রিস্টিয়ানো রোনালদো               ১০                          পর্তুগাল
ভিভিয়ান উডওয়ার্ড                     ১০                          ইংল্যান্ড

 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত