ক্রীড়া ডেস্ক
আল নাসরে গিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের হাট বসা শুরু করে সৌদিতে। এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিওকে নিতে চাইছে আল নাসর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওতাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওতাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো।
ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি।
পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন। আর আল নাসরে রোনালদোর সাত মাস হয়ে গেছে। সৌদি ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও তা আর হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। আর দুটো টুর্নামেন্টের নক আউট রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন রোনালদোরা।
আল নাসরে গিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা ফুটবলারদের হাট বসা শুরু করে সৌদিতে। এবার এক সতীর্থকে সৌদি ক্লাবে নেওয়ার চেষ্টা করছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
রোনালদোর জাতীয় দলের সতীর্থ ওতাভিওকে নিতে চাইছে আল নাসর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, ওতাভিওকে বিশাল অঙ্কের অর্থপ্রস্তাব দিয়েছে আল নাসর। আল-নাসরকে সাহায্য করছেন রোনালদোও। সৌদি ক্লাবে নিতে জাতীয় দলের সতীর্থকে ফোন করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ওতাভিওকে রাজি করানোর চেষ্টা করছেন রোনালদো।
ওতাভিও এখন খেলছেন পোর্তো। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ১৫ জুলাই পর্যন্ত পর্তুগিজ এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৩ কোটি ১০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৪২৭ কোটি ৮৫ লাখ টাকা। এরপর তা বেড়ে দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ৬৪৮ কোটি ৭৩ লাখ টাকা)। যদি আল নাসরে খেলতে যান, তাহলে বছরে পাবেন ১ কোটি ২০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা)। পোর্তোর চেয়ে তা পাঁচ গুণ বেশি।
পোর্তোকে ২০১৪ থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচ খেলেছেন ওতাভিও। করেছেন ৩১ গোল ও ৭৫ গোলে অ্যাসিস্ট করেছেন। আর আল নাসরে রোনালদোর সাত মাস হয়ে গেছে। সৌদি ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সুযোগ থাকলেও তা আর হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় হয়েছিল আল নাসর। আর দুটো টুর্নামেন্টের নক আউট রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন রোনালদোরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট...
২০ মিনিট আগেআইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারদের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ
১ ঘণ্টা আগেফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সে রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও
৪ ঘণ্টা আগে