ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফুটবল বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আগামী রোববার ট্রফি নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফরাসিরা। নিঃসন্দেহে ফাইনালে ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা অধিনায়ক। তবে মরক্কোকে হারানোর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, মেসিকে আটকানোর জন্য মানুষের পক্ষে যা যা করা সম্ভব, সবই করবেন তাঁরা।
দেশমের অধীনে টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং এবারও ট্রফি জয়ের হাতছানি দিচ্ছে। এ জন্য তাদের বড় বাধা—আর্জেন্টিনা। যে দলে মেসি খেলছেন একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। সতীর্থরাও মরিয়া মেসির হাতে একটি বিশ্বকাপ তুলে দিতে।
বিশ্বকাপের মুকুট ধরে রাখতে কঠিন বাধাই অতিক্রম করতে হবে দেশমের শিষ্যদের। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের কোচরাও মেসিকে আটকানোর কথা বলেছিলেন, তবে প্রতিবারই জিতেছেন মেসি। তবে অভিজ্ঞ দেশম আরও বড় কোনো কৌশলেরই ইঙ্গিত দিয়ে রাখলেন। ফ্রান্স কোচ বললেন, ‘মানুষের পক্ষে যা যা করা সম্ভব, সবই করব (মেসির) জন্য।’
সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিতো বলেই দিয়েছেন, গোল্ডেন বল কিংবা বুট কিছুই চাই না তাঁর, প্রয়োজন শুধু ‘সোনালি ট্রফি’টা। এতে দেশমের চ্যালেঞ্জটা যেন আরও কঠিন হয়ে উঠবে।
তবে ফাইনালে দায়োত উপামেকানো ও আদ্রিয়াঁ র্যাবিওকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। জ্বরের কারণে তাঁরা মরক্কোর বিপক্ষে সেমিফাইনালেও খেলতে পারেননি। এ ছাড়া গুঞ্জন রয়েছে, দলটির আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার কিংসলে কোম্যানও জ্বরে ভুগছেন।দেশম অবশ্য আশা করছেন ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন উপামেকানো ও র্যাবিও। তিনি বললেন, ‘দায়োত ফিট হবে। সে সুস্থ হয়ে ফিরবে। শনিবার থেকে প্রায় তিন দিন খুব একটা ভালো অবস্থায় ছিল না। সে অনুশীলনে ফিরেছে এবং কিছুক্ষণ অনুশীলনও করেছে। র্যাবিওর অবস্থা যথেষ্ট ভালো ছিল না। সে হোটেলেই ছিল। এখনো তিন দিন বিশ্রামের সময় আছে, সুস্থ হয়ে উঠতে পারে এবং রোববার পাওয়াও যেতে পারে।’
সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফুটবল বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আগামী রোববার ট্রফি নির্ধারণী ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ফরাসিরা। নিঃসন্দেহে ফাইনালে ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা অধিনায়ক। তবে মরক্কোকে হারানোর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, মেসিকে আটকানোর জন্য মানুষের পক্ষে যা যা করা সম্ভব, সবই করবেন তাঁরা।
দেশমের অধীনে টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং এবারও ট্রফি জয়ের হাতছানি দিচ্ছে। এ জন্য তাদের বড় বাধা—আর্জেন্টিনা। যে দলে মেসি খেলছেন একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। সতীর্থরাও মরিয়া মেসির হাতে একটি বিশ্বকাপ তুলে দিতে।
বিশ্বকাপের মুকুট ধরে রাখতে কঠিন বাধাই অতিক্রম করতে হবে দেশমের শিষ্যদের। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের কোচরাও মেসিকে আটকানোর কথা বলেছিলেন, তবে প্রতিবারই জিতেছেন মেসি। তবে অভিজ্ঞ দেশম আরও বড় কোনো কৌশলেরই ইঙ্গিত দিয়ে রাখলেন। ফ্রান্স কোচ বললেন, ‘মানুষের পক্ষে যা যা করা সম্ভব, সবই করব (মেসির) জন্য।’
সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিতো বলেই দিয়েছেন, গোল্ডেন বল কিংবা বুট কিছুই চাই না তাঁর, প্রয়োজন শুধু ‘সোনালি ট্রফি’টা। এতে দেশমের চ্যালেঞ্জটা যেন আরও কঠিন হয়ে উঠবে।
তবে ফাইনালে দায়োত উপামেকানো ও আদ্রিয়াঁ র্যাবিওকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। জ্বরের কারণে তাঁরা মরক্কোর বিপক্ষে সেমিফাইনালেও খেলতে পারেননি। এ ছাড়া গুঞ্জন রয়েছে, দলটির আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার কিংসলে কোম্যানও জ্বরে ভুগছেন।দেশম অবশ্য আশা করছেন ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন উপামেকানো ও র্যাবিও। তিনি বললেন, ‘দায়োত ফিট হবে। সে সুস্থ হয়ে ফিরবে। শনিবার থেকে প্রায় তিন দিন খুব একটা ভালো অবস্থায় ছিল না। সে অনুশীলনে ফিরেছে এবং কিছুক্ষণ অনুশীলনও করেছে। র্যাবিওর অবস্থা যথেষ্ট ভালো ছিল না। সে হোটেলেই ছিল। এখনো তিন দিন বিশ্রামের সময় আছে, সুস্থ হয়ে উঠতে পারে এবং রোববার পাওয়াও যেতে পারে।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩২ মিনিট আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগে