ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও চেলসি। তুরিনে জুভেন্টাসের ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ইতালির ইউরোজয়ী দলের সদস্য ফেদেরিকো কিয়েসার গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের দল।
এর আগে প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল চেলসি। এই হারের পর নড়েচড়ে বসেছেন সমর্থকেরাও। দারুণ ছন্দে থাকা চেলসির ছন্দপতন ভাবাচ্ছে দলের কোচ টুখেলকেও। দলের এমন অবস্থার জন্য আগ্রাসী হয়ে না খেলাকেই দুষছেন টুখেল।
জুভেন্টাসের বিপক্ষে এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিল ব্লুজরা। কিন্তু তবু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ম্যাচের পর টুখেল বলেন, ‘আমার ধারণা আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল আমাদের দখলে ছিল। আমার মনে হয়, প্রথম ১২ থেকে ১৫ মিনিটে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করতে পারতাম। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল এবং দলীয় সমন্বয়ও আরও ভালো হতে পারত।’
এমনকি অনুশীলনের প্রভাবও মাঠের খেলায় পড়ছে না বলে মন্তব্য করেছেন টুখেল, ‘আগের দিন আমরা অনুশীলনে খুব ভালো করেছিলাম। কিন্তু আজকে (গতকাল) আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, আমরা অনেক মন্থর ও ক্লান্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দিক থেকেও মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম।’
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও চেলসি। তুরিনে জুভেন্টাসের ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ইতালির ইউরোজয়ী দলের সদস্য ফেদেরিকো কিয়েসার গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে থমাস টুখেলের দল।
এর আগে প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল চেলসি। এই হারের পর নড়েচড়ে বসেছেন সমর্থকেরাও। দারুণ ছন্দে থাকা চেলসির ছন্দপতন ভাবাচ্ছে দলের কোচ টুখেলকেও। দলের এমন অবস্থার জন্য আগ্রাসী হয়ে না খেলাকেই দুষছেন টুখেল।
জুভেন্টাসের বিপক্ষে এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। এমনকি শট নেওয়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে ছিল ব্লুজরা। কিন্তু তবু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। ম্যাচের পর টুখেল বলেন, ‘আমার ধারণা আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। বল আমাদের দখলে ছিল। আমার মনে হয়, প্রথম ১২ থেকে ১৫ মিনিটে আমরা ওদের ক্ষতিগ্রস্ত করতে পারতাম। আমাদের আরও আগ্রাসী হওয়া উচিত ছিল এবং দলীয় সমন্বয়ও আরও ভালো হতে পারত।’
এমনকি অনুশীলনের প্রভাবও মাঠের খেলায় পড়ছে না বলে মন্তব্য করেছেন টুখেল, ‘আগের দিন আমরা অনুশীলনে খুব ভালো করেছিলাম। কিন্তু আজকে (গতকাল) আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমার মতে, আমরা অনেক মন্থর ও ক্লান্ত ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দিক থেকেও মানসিকভাবে অনেক পিছিয়ে ছিলাম।’
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৭ ঘণ্টা আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
৮ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
৮ ঘণ্টা আগে