Ajker Patrika

‘ডাবল সেঞ্চুরিকে’ অসাধারণ অর্জন মনে করেন রোনালদো 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৩, ১১: ৩৬
‘ডাবল সেঞ্চুরিকে’ অসাধারণ অর্জন মনে করেন রোনালদো 

মাইলফলক স্পর্শ করা তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নিয়মিত অভ্যাস। প্রায়ই তাঁকে কোনো না কোনো রেকর্ড গড়তে দেখা যায়। রোনালদোর রেকর্ড গড়ার রাতে গতকাল জয় পেয়েছে পর্তুগাল। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কয়েক মাস আগেই করে ফেলেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড গতকাল প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন। লগারডালসভোলুর স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাইয়ে গত রাতে পর্তুগালের প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। ম্যাচ শুরুর আগেই পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ২০০ ম্যাচ খেলার ক্রেস্ট ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্মারক দেওয়া হয়। ৮৯ মিনিটে গনসালো ইনাকিওর অ্যাসিস্টে গোল করেন রোনালদো। রোনালদোর গোলে ১-০ গোলের জয় পায় পর্তুগাল। ম্যাচ শেষে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আমার কাছে এটা অবিশ্বাস্য অর্জন। এটা দারুণ। আর গোল করে দলের জয়ে অবদান রাখা আরও বিশেষ কিছু।’ 

পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১২৩ গোল ও অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। এ বছরের ২৩ মার্চ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৯৭তম ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হয়ে যায় এই ম্যাচেই। এই ম্যাচে জোড়া গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর গতকাল ১-০ গোলে জয়ের ম্যাচে ২০২৪ ইউরো বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত পর্তুগাল। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট পেয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন রোনালদোরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত