ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু ১৫তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।
পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।
৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। গোলের একাধিক সুযোগ তৈরিও করেও গোল করতে ব্যর্থ হয়েছে অলরেডরা। এমনকি গোল করতে পারেনি স্পট কিক থেকেও। প্রায় চার বছর পর পেনাল্টিতে গোল মিসের মাশুল গুনতে হয়েছে ম্যাচ হেরে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু ১৫তম মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর স্পট কিক ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ফিরতি বলে সালাহর হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তৃতীয় দফায় জর্ডান হেন্ডারসন শট লক্ষ্যে রাখতে পারেননি! ২০১৭ সালের ২৮ অক্টোবরের পর পেনাল্টি থেকে এই প্রথমবার গোল করতে পারল না দলটি। সেবারও গোল করতে ব্যর্থ হয়েছিলেন সালাহ। এরপর থেকে ২১টি পেনাল্টির সবগুলোই জালে জড়িয়েছে অলরেডেরা।
পেনাল্টি মিসের পরও একাধিকবার গোলের সুযোগ পেয়েছে সালাহ-মানেরা। কিন্তু লেস্টারের গোলমুখ খুলতে পারেনি। ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেছিল লিভারপুল। গোলমুখে শট নিয়েছে ২১টি যার মধ্যে মাত্র চারটি রাখতে পেরেছে লক্ষ্যে। বিপরীতে ঘরের মাঠে লেস্টারের ৬ শটের একটি ছিল লক্ষ্যে, আর সেটিই খুঁজে নেয় জাল।
৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছিল বিধ্বস্ত । এবার রজার্সের দলই চলতি মৌসুমে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল।এদিকে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে