ক্রীড়া ডেস্ক
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনাল দেখে চাইলে কেউ এমনটা বলতেই পারেন। ২০২২ ও ২০২৪—দুই বারই ফাইনালিস্ট লিভারপুল ও চেলসি। ফলও একই। রুদ্ধশ্বাস জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন।
২০২২ কারাবাও কাপের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। সেবার লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তখন মূল ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে চেলসিকে ১১-১০ গোলে হারিয়েছিল লিভারপুল। দুই বছর পর লিভারপুলের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। চোটজর্জর লিভারপুল দলে ফাইনালে খেলতে পারেননি দলটির দুই ফরোয়ার্ড ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আরেক ফরোয়ার্ড দিয়োগা জোতা, ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও গোলরক্ষক আলিসন বেকার তাঁদেরকেও বসে থাকতে হয়েছে। এমন দল নিয়ে তাদের সঙ্গে চেলসির গতরাতে ওয়েম্বলির ফাইনালে লড়াইটা হয়েছে সমানে সমানে। লিভারপুল বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ বল দখলে ছিল চেলসির।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও মিলছিল না গোলের দেখা। অবশেষে ১১৮ মিনিটে ফাইনালে প্রথম গোলের দেখা মেলে। লিভারপুলের ডিফেন্ডার কনস্ট্যান্টিনোস সিমিকাস কর্নার থেকে প্রথমে ক্রস করেন। এরপর হেডে গোল করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দশমবারের মতো ইএফএল কাপ শিরোপা জেতে লিভারপুল। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগে লিভারপুলের হয়ে দ্বিতীয় কারাবাও কাপ জিতলেন ক্লপ। ২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘বিশেষ কোচেরা সবসময় বিশেষ কিছুই করে। এই ছোট ছেলেরা, তারা বিশ্বাসও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। একজন ফুটবল কোচ হিসেবে যা যা পাওয়ার দরকার, সবই তিনি পেয়েছেন। ক্লপের শেষ কয়েক মাস চলছে (লিভারপুলের কোচ হিসেবে)। যে মুহূর্ত তিনি পেলেন, এটা তার কাছে গর্ব করার মতো।’
লিভারপুলের প্রশংসার পাশাপাশি চেলসিরও সমালোচনা করেন নেভিল। অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায়, তখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় চেলসি। ফিনিশিংয়ের দুর্বলতা ব্লুজদের তো ছিলই, একই সঙ্গে লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহারও ছিলেন দুর্দান্ত। নেভিল বলেন, ‘চেলসি আফসোস করবে এসব মুহূর্তের জন্য। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি বিশ্বাস করতে পারছি না যে চেলসির অতিরিক্ত সময়ে কী হয়েছে। তারা খেলেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। আপনি ম্যাচ হারতে পারেন তবে এভাবে ডুবে যেতে পারেন না।’
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—ওয়েম্বলিতে গতকাল কারাবাও কাপের ফাইনাল দেখে চাইলে কেউ এমনটা বলতেই পারেন। ২০২২ ও ২০২৪—দুই বারই ফাইনালিস্ট লিভারপুল ও চেলসি। ফলও একই। রুদ্ধশ্বাস জয়ে লিভারপুল চ্যাম্পিয়ন।
২০২২ কারাবাও কাপের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। সেবার লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। তখন মূল ম্যাচ ড্র হলে পেনাল্টি শুটআউটে চেলসিকে ১১-১০ গোলে হারিয়েছিল লিভারপুল। দুই বছর পর লিভারপুলের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। চোটজর্জর লিভারপুল দলে ফাইনালে খেলতে পারেননি দলটির দুই ফরোয়ার্ড ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। আরেক ফরোয়ার্ড দিয়োগা জোতা, ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও গোলরক্ষক আলিসন বেকার তাঁদেরকেও বসে থাকতে হয়েছে। এমন দল নিয়ে তাদের সঙ্গে চেলসির গতরাতে ওয়েম্বলির ফাইনালে লড়াইটা হয়েছে সমানে সমানে। লিভারপুল বল দখলে রেখেছিল ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ বল দখলে ছিল চেলসির।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও মিলছিল না গোলের দেখা। অবশেষে ১১৮ মিনিটে ফাইনালে প্রথম গোলের দেখা মেলে। লিভারপুলের ডিফেন্ডার কনস্ট্যান্টিনোস সিমিকাস কর্নার থেকে প্রথমে ক্রস করেন। এরপর হেডে গোল করেন দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে দশমবারের মতো ইএফএল কাপ শিরোপা জেতে লিভারপুল। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার আগে লিভারপুলের হয়ে দ্বিতীয় কারাবাও কাপ জিতলেন ক্লপ। ২০১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, প্রিমিয়ার লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ক্লপ। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেন, ‘বিশেষ কোচেরা সবসময় বিশেষ কিছুই করে। এই ছোট ছেলেরা, তারা বিশ্বাসও করতে পারবে না এটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। একজন ফুটবল কোচ হিসেবে যা যা পাওয়ার দরকার, সবই তিনি পেয়েছেন। ক্লপের শেষ কয়েক মাস চলছে (লিভারপুলের কোচ হিসেবে)। যে মুহূর্ত তিনি পেলেন, এটা তার কাছে গর্ব করার মতো।’
লিভারপুলের প্রশংসার পাশাপাশি চেলসিরও সমালোচনা করেন নেভিল। অতিরিক্ত সময়ে যখন ম্যাচ গড়ায়, তখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় চেলসি। ফিনিশিংয়ের দুর্বলতা ব্লুজদের তো ছিলই, একই সঙ্গে লিভারপুল গোলরক্ষক কাওমহিন কেলেহারও ছিলেন দুর্দান্ত। নেভিল বলেন, ‘চেলসি আফসোস করবে এসব মুহূর্তের জন্য। তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। আমি বিশ্বাস করতে পারছি না যে চেলসির অতিরিক্ত সময়ে কী হয়েছে। তারা খেলেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। আপনি ম্যাচ হারতে পারেন তবে এভাবে ডুবে যেতে পারেন না।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৫ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে