ক্রীড়া ডেস্ক
একেই বোধহয় বলে ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা! রূপকথার গল্পের মতো প্রত্যাবর্তন। ইতালি পেরেছে নিজেদের ফুটবলে রেনেসাঁ নিয়ে আসতে। ২০১৮ সালে বিশ্বকাপ খেলতে না পারা ইতালিই এখন ইউরোপের রাজা! সকালে যদি ফুটবলের রং হয় আকাশি, তবে রাতে সেটা নীল। ইউরোর ফাইনালে ওয়েম্বলিতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচ ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে বাজিমাত করে ইতালি।
৫৫ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ইংল্যান্ডের। শিরোপার ফেরা হলো না 'হোমে'! শিরোপা এবার যাবে রোমে। এটি ইতালির দ্বিতীয় ইউরো শিরোপা। ১৯৬৮ সালে প্রথম শিরোপাটি জিতেছিল তারা।
ফাইনালের মঞ্চে একাদশে আবারও বদল এনে চমক দেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আর্সেনাল উইংগার বুকায়ো সাকার বদলে সুযোগ পান আতলেতিকো মাদ্রিদ ফুল ব্যাক কিয়েরেন ট্রিপিয়ার। এটি মূলত ইতালির আক্রমণ মাথায় রেখে সাজানো দল। দলে মূল ডিফেন্ডার তিনজন হলেও প্রতি–আক্রমণের সময় পাঁচজন ডিফেন্সে নেমে এসে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন—এটাই ছিল সাউথগেটের মূল পরিকল্পনা। আর ইতালি নামে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে খেলানো দল নিয়েই।
ওয়েম্বলিতে ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ভেঁপু বাজিয়ে, আঁতশবাজির ঝলকানি ও নাচে-গানে হয়ে যায় ইউরোর শেষের শুরু। স্টেডিয়ামে ট্রফি নিয়ে আসেন ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল দলের সদস্য এদের।
লড়াইয়ের শুরুতেই ইতালিকে স্তব্ধ করে ইংলিশ-চমক! প্রতি-আক্রমণে হ্যারি কেনের থ্রু পাস থেকে বল পেয়ে ট্রিপিয়ার বাড়ান লুক শর দিকে। অরক্ষিত শ দারুণ এক ভলিতে পরাস্ত করেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মাকে। ম্যাচের সময় তখন মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ড! ইউরোর ফাইনালে এটিই এখন দ্রুততম গোল আর ইংল্যান্ডের জার্সিতে শর প্রথম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ইতালি। একটু পর বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লরেঞ্জো ইনসিনিয়ে। পাল্টা আক্রমণে হুমকি তৈরি করে ইংল্যান্ডও। দুই দলের কেউই অন্যের রক্ষণ ভেদ করতে পারেনি। তবে সমতা ফেরানো গোলের খোঁজে ইতালি আক্রমণের ধার বাড়ায়। ইংল্যান্ড চেষ্টা করে পালটা আক্রমণে গিয়ে সুযোগ তৈরির।
৩৫ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ইংলিশ রক্ষণে ঢুকে পড়েন ফেদেরিকো কিয়েসা। তবে তাঁর শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়৷ প্রথমার্ধে চেষ্টা করেও আর কোনো দল গোল পায়নি।
বিরতির পরও দুই দল গোল পেতে ঝাঁপিয়ে পড়ে। ইতালির একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ইনসিনিয়েকে ফাউল করেন স্টার্লিং। কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পেয়েও সুবিধা করতে পারেননি ইনসিনিয়ে। একসঙ্গে একাধিক পরিবর্তন এনে মানচিনি চেষ্টা করেন ভাগ্য বদলানোর। ইতালির আক্রমণে এদিন প্রাণভোমরা ছিলেন ইনসিনিয়ে ও কিয়েসা। নিয়মিত বিরতিতে আক্রমণে গিয়ে ইংল্যান্ডকে চমকে দিয়েছেন এ দুজন। বিশেষ করে কিয়েসার আক্রমণগুলো ছিল ভীতিজাগানিয়া! ৬২ মিনিটে কিয়েসার শট জর্দান পিকফোর্ড ঠেকিয়ে না দিলে সমতায় ফিরতে পারত আজ্জুরিরা। তবে সাঁড়াশি আক্রমণের ধারায় ঠিকই সমতা ফেরায় ইতালি। ওয়েম্বলিকে স্তব্ধ করে জটলা থেকে সমতা ফেরান ইতালির অভিজ্ঞ সেন্টার ব্যাক লিওনার্দো বোনুচ্চি। সমতায় ফিরে ইতালি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ওয়ান টাচ, পাসিং ও গতিতে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় আজ্জুরিরা। তবে ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই আর গোল আদায় করতে পারেনি। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও আক্রমণ-পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই চেষ্টা করে কাঙ্ক্ষিত গোল পেতে। কাছাকাছি গিয়েও পাওয়া হচ্ছিল না সেই গোল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েও আর গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর পেনাল্টির ভাগ্য পরীক্ষায় ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি। আর তাতেই উৎসবের রং হয়ে যায় নীল!
একেই বোধহয় বলে ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা! রূপকথার গল্পের মতো প্রত্যাবর্তন। ইতালি পেরেছে নিজেদের ফুটবলে রেনেসাঁ নিয়ে আসতে। ২০১৮ সালে বিশ্বকাপ খেলতে না পারা ইতালিই এখন ইউরোপের রাজা! সকালে যদি ফুটবলের রং হয় আকাশি, তবে রাতে সেটা নীল। ইউরোর ফাইনালে ওয়েম্বলিতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ম্যাচ ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জিতে বাজিমাত করে ইতালি।
৫৫ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ইংল্যান্ডের। শিরোপার ফেরা হলো না 'হোমে'! শিরোপা এবার যাবে রোমে। এটি ইতালির দ্বিতীয় ইউরো শিরোপা। ১৯৬৮ সালে প্রথম শিরোপাটি জিতেছিল তারা।
ফাইনালের মঞ্চে একাদশে আবারও বদল এনে চমক দেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। আর্সেনাল উইংগার বুকায়ো সাকার বদলে সুযোগ পান আতলেতিকো মাদ্রিদ ফুল ব্যাক কিয়েরেন ট্রিপিয়ার। এটি মূলত ইতালির আক্রমণ মাথায় রেখে সাজানো দল। দলে মূল ডিফেন্ডার তিনজন হলেও প্রতি–আক্রমণের সময় পাঁচজন ডিফেন্সে নেমে এসে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন—এটাই ছিল সাউথগেটের মূল পরিকল্পনা। আর ইতালি নামে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে খেলানো দল নিয়েই।
ওয়েম্বলিতে ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ভেঁপু বাজিয়ে, আঁতশবাজির ঝলকানি ও নাচে-গানে হয়ে যায় ইউরোর শেষের শুরু। স্টেডিয়ামে ট্রফি নিয়ে আসেন ২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল দলের সদস্য এদের।
লড়াইয়ের শুরুতেই ইতালিকে স্তব্ধ করে ইংলিশ-চমক! প্রতি-আক্রমণে হ্যারি কেনের থ্রু পাস থেকে বল পেয়ে ট্রিপিয়ার বাড়ান লুক শর দিকে। অরক্ষিত শ দারুণ এক ভলিতে পরাস্ত করেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মাকে। ম্যাচের সময় তখন মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ড! ইউরোর ফাইনালে এটিই এখন দ্রুততম গোল আর ইংল্যান্ডের জার্সিতে শর প্রথম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ইতালি। একটু পর বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লরেঞ্জো ইনসিনিয়ে। পাল্টা আক্রমণে হুমকি তৈরি করে ইংল্যান্ডও। দুই দলের কেউই অন্যের রক্ষণ ভেদ করতে পারেনি। তবে সমতা ফেরানো গোলের খোঁজে ইতালি আক্রমণের ধার বাড়ায়। ইংল্যান্ড চেষ্টা করে পালটা আক্রমণে গিয়ে সুযোগ তৈরির।
৩৫ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ইংলিশ রক্ষণে ঢুকে পড়েন ফেদেরিকো কিয়েসা। তবে তাঁর শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়৷ প্রথমার্ধে চেষ্টা করেও আর কোনো দল গোল পায়নি।
বিরতির পরও দুই দল গোল পেতে ঝাঁপিয়ে পড়ে। ইতালির একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ইনসিনিয়েকে ফাউল করেন স্টার্লিং। কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পেয়েও সুবিধা করতে পারেননি ইনসিনিয়ে। একসঙ্গে একাধিক পরিবর্তন এনে মানচিনি চেষ্টা করেন ভাগ্য বদলানোর। ইতালির আক্রমণে এদিন প্রাণভোমরা ছিলেন ইনসিনিয়ে ও কিয়েসা। নিয়মিত বিরতিতে আক্রমণে গিয়ে ইংল্যান্ডকে চমকে দিয়েছেন এ দুজন। বিশেষ করে কিয়েসার আক্রমণগুলো ছিল ভীতিজাগানিয়া! ৬২ মিনিটে কিয়েসার শট জর্দান পিকফোর্ড ঠেকিয়ে না দিলে সমতায় ফিরতে পারত আজ্জুরিরা। তবে সাঁড়াশি আক্রমণের ধারায় ঠিকই সমতা ফেরায় ইতালি। ওয়েম্বলিকে স্তব্ধ করে জটলা থেকে সমতা ফেরান ইতালির অভিজ্ঞ সেন্টার ব্যাক লিওনার্দো বোনুচ্চি। সমতায় ফিরে ইতালি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ওয়ান টাচ, পাসিং ও গতিতে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় আজ্জুরিরা। তবে ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই আর গোল আদায় করতে পারেনি। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও আক্রমণ-পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই চেষ্টা করে কাঙ্ক্ষিত গোল পেতে। কাছাকাছি গিয়েও পাওয়া হচ্ছিল না সেই গোল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েও আর গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর পেনাল্টির ভাগ্য পরীক্ষায় ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি। আর তাতেই উৎসবের রং হয়ে যায় নীল!
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে