ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের দলে জায়গা পাওয়ার পর থেকেই আলোচনায় স্প্যানিশ বিস্ময়বালক গাভি। দলে জায়গা পেলেও একাদশে থাকবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ১৭ বছর বয়সী এই তারকাকে শুরু থেকেই দলে রেখে চমক দেন স্পেন কোচ লুইস এনরিকে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। শুধু ছিলেনই না, দারুণ পারফরম্যান্সে নজরও কেড়েছেন।
নেশনস লিগের এই সেমিফাইনাল দিয়ে ৩৭ ম্যাচ পর হারের স্বাদ পেল ইতালি। আজ্জুরিদের এই হারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গাভি। মজার ব্যাপার হচ্ছে, এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে ইতালি সর্বশেষ যখন হেরেছিল তখন গাভির বয়স ছিল মাত্র চার বছর। আর এই ম্যাচে মাঠে নেমে এখন স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলারের তালিকায়ও নাম লেখালেন। এত দিন পর্যন্ত স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন অ্যাঞ্জেল জুবিয়েতা। ১৯৩৬ সালে অভিষেক হওয়ার সময় জুবিয়েতার বয়স ছিল ১৭ বছর ২৮৪ দিন। এই ম্যাচ দিয়ে লম্বা সময়ের পুরোনো সেই রেকর্ড ভাঙলেন গাভি। মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৬২ দিন।
তবে মাঠে গাভির খেলা দেখে তাঁর অনভিজ্ঞতা বোঝার উপায় ছিল না। বল পায়ে গেলেই ইতালির অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যস্ত করে তুলেছেন এই বার্সেলোনা তারকা।
ম্যাচের ১৩ মিনিটেই এদিন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন গাভি। যখন ইতালিয়ান তারকা ফেদেরিকো কিয়েসা বল নিয়ে মার্কোস আলোনসো ও কোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন। সময়মতো দারুণ এক ট্যাকলে কিয়েসাকে রুখে দেন গাভিই।
আন্দালুসিয়ান কিশোর গাভির জন্ম ২০০৪ সালে ৫ আগস্ট। রিয়াল বেটিসের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করেন ফুটবলের পথে যাত্রা। শুরুতেই ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের নজরে পড়েন তিনি। তবে ২০১৫ সালে ১১ বছর বয়সে তাঁকে দলে টেনে নেয় বার্সেলোনা। গত বছরের সেপ্টেম্বরে কাতালান ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন গাভি। এরপর অনূর্ধ্ব-১৬ থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান এই মিডফিল্ডার। দারুণ পারফরম্যান্সে বার্সেলোনার মূল দলেও সুযোগ পান। গত ২৯ আগস্ট বার্সেলোনার প্রথম একাদশে সুযোগ পান গাভি।
উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের দলে জায়গা পাওয়ার পর থেকেই আলোচনায় স্প্যানিশ বিস্ময়বালক গাভি। দলে জায়গা পেলেও একাদশে থাকবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ১৭ বছর বয়সী এই তারকাকে শুরু থেকেই দলে রেখে চমক দেন স্পেন কোচ লুইস এনরিকে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। শুধু ছিলেনই না, দারুণ পারফরম্যান্সে নজরও কেড়েছেন।
নেশনস লিগের এই সেমিফাইনাল দিয়ে ৩৭ ম্যাচ পর হারের স্বাদ পেল ইতালি। আজ্জুরিদের এই হারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গাভি। মজার ব্যাপার হচ্ছে, এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে ইতালি সর্বশেষ যখন হেরেছিল তখন গাভির বয়স ছিল মাত্র চার বছর। আর এই ম্যাচে মাঠে নেমে এখন স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলারের তালিকায়ও নাম লেখালেন। এত দিন পর্যন্ত স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন অ্যাঞ্জেল জুবিয়েতা। ১৯৩৬ সালে অভিষেক হওয়ার সময় জুবিয়েতার বয়স ছিল ১৭ বছর ২৮৪ দিন। এই ম্যাচ দিয়ে লম্বা সময়ের পুরোনো সেই রেকর্ড ভাঙলেন গাভি। মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৬২ দিন।
তবে মাঠে গাভির খেলা দেখে তাঁর অনভিজ্ঞতা বোঝার উপায় ছিল না। বল পায়ে গেলেই ইতালির অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যস্ত করে তুলেছেন এই বার্সেলোনা তারকা।
ম্যাচের ১৩ মিনিটেই এদিন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন গাভি। যখন ইতালিয়ান তারকা ফেদেরিকো কিয়েসা বল নিয়ে মার্কোস আলোনসো ও কোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন। সময়মতো দারুণ এক ট্যাকলে কিয়েসাকে রুখে দেন গাভিই।
আন্দালুসিয়ান কিশোর গাভির জন্ম ২০০৪ সালে ৫ আগস্ট। রিয়াল বেটিসের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করেন ফুটবলের পথে যাত্রা। শুরুতেই ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের নজরে পড়েন তিনি। তবে ২০১৫ সালে ১১ বছর বয়সে তাঁকে দলে টেনে নেয় বার্সেলোনা। গত বছরের সেপ্টেম্বরে কাতালান ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন গাভি। এরপর অনূর্ধ্ব-১৬ থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান এই মিডফিল্ডার। দারুণ পারফরম্যান্সে বার্সেলোনার মূল দলেও সুযোগ পান। গত ২৯ আগস্ট বার্সেলোনার প্রথম একাদশে সুযোগ পান গাভি।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১৬ মিনিট আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩৩ মিনিট আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে