ক্রীড়া ডেস্ক
দাবা বিশ্বকাপের ফাইনালের ক্ল্যাসিক্যাল রাউন্ডের প্রথম ম্যাচে ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে ড্র করেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চলতি আগস্টেই আঠারোয় পা রেখেছেন। কৈশোরের অনুসন্ধিৎসু চাওয়া এখনও তার মুখাবয়বে। সেই রমেশবাবু প্রজ্ঞানন্দে বুঁদ ভারতের ক্রীড়ামহল।
হবেই বা না কেন! ২০০২ সালে বিশ্বনাথন আনন্দ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম যে ভারতীয় হিসেবে বিশ্ব দাবার ফাইনাল খেলছেন প্রজ্ঞানন্দ।
আজারবাইজানের বাকুতে চলমান দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে আজ ক্ল্যাসিক্যাল রাউন্ডের প্রথম ম্যাচটিও খেলে ফেললেন প্রজ্ঞানন্দ। জিততে পারেননি। ৩৫ চালের পর ড্র হয়েছে ম্যাচটি। ক্ল্যাসিক্যাল রাউন্ডের আরও একটি ম্যাচ হবে আজ। এই ম্যাচটিও ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে শিরোপার। সে টাইব্রেকারটি হবে আগামীকাল।
সাদা ঘুঁটি নিয়ে ইংলিস কিংস ভ্যারিয়েশনে শুরু করেন প্রজ্ঞানন। শুরুর দিকে দ্রুত চাল দিতে থাকেন তিনি। আর চাল দিতে দেরি করেন কার্লসেন। কিন্তু একটা সময় দ্রুত চাল দিয়ে সময়ের ব্যবধান ঘোচান কার্লসেন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করেন প্রতিপক্ষের ওপর। তবে চাপে পড়লেও ভুল চাল দেননি প্রজ্ঞানন্দ। ৩৫ চালের পর ড্র মেনে নিতে রাজি হন তাঁরা।
কার্লসেন অভিজ্ঞ হলেও সাদা-কালো বোর্ডে এটাই দুজনের প্রথম লড়াই নয়। এর আগে র্যাপিড দাবা ও প্রদর্শনী ম্যাচ মিলিয়ে ১৮ বার পরস্পরের বিপক্ষে লড়েছেন তাঁরা। যার ৭ টিতে জিতেছেন কার্লসেন, ৫ টিতে প্রজ্ঞানন্দ। ক্ল্যাসিক্যাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ আরও একবার কার্লসেনকে হারিয়ে কি দাবার বিশ্বকাপ জিততে পারবেন প্রজ্ঞানন্দ?
বিশ্বনাথন আনন্দ দাবা বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন ২০০০ ও ২০০২ সালে। এরপর কোনো ভারতীয় প্রতিযোগিতার সেমিফাইনালেই উঠতে পারেননি। ২১ বছর পর এবার প্রজ্ঞাননকে ঘিরেই দাবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতের। এবার প্রজ্ঞাননকে ঘিরেই দাবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতের।
দাবা বিশ্বকাপের ফাইনালের ক্ল্যাসিক্যাল রাউন্ডের প্রথম ম্যাচে ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে ড্র করেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চলতি আগস্টেই আঠারোয় পা রেখেছেন। কৈশোরের অনুসন্ধিৎসু চাওয়া এখনও তার মুখাবয়বে। সেই রমেশবাবু প্রজ্ঞানন্দে বুঁদ ভারতের ক্রীড়ামহল।
হবেই বা না কেন! ২০০২ সালে বিশ্বনাথন আনন্দ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম যে ভারতীয় হিসেবে বিশ্ব দাবার ফাইনাল খেলছেন প্রজ্ঞানন্দ।
আজারবাইজানের বাকুতে চলমান দাবা বিশ্বকাপের ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে আজ ক্ল্যাসিক্যাল রাউন্ডের প্রথম ম্যাচটিও খেলে ফেললেন প্রজ্ঞানন্দ। জিততে পারেননি। ৩৫ চালের পর ড্র হয়েছে ম্যাচটি। ক্ল্যাসিক্যাল রাউন্ডের আরও একটি ম্যাচ হবে আজ। এই ম্যাচটিও ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে শিরোপার। সে টাইব্রেকারটি হবে আগামীকাল।
সাদা ঘুঁটি নিয়ে ইংলিস কিংস ভ্যারিয়েশনে শুরু করেন প্রজ্ঞানন। শুরুর দিকে দ্রুত চাল দিতে থাকেন তিনি। আর চাল দিতে দেরি করেন কার্লসেন। কিন্তু একটা সময় দ্রুত চাল দিয়ে সময়ের ব্যবধান ঘোচান কার্লসেন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করেন প্রতিপক্ষের ওপর। তবে চাপে পড়লেও ভুল চাল দেননি প্রজ্ঞানন্দ। ৩৫ চালের পর ড্র মেনে নিতে রাজি হন তাঁরা।
কার্লসেন অভিজ্ঞ হলেও সাদা-কালো বোর্ডে এটাই দুজনের প্রথম লড়াই নয়। এর আগে র্যাপিড দাবা ও প্রদর্শনী ম্যাচ মিলিয়ে ১৮ বার পরস্পরের বিপক্ষে লড়েছেন তাঁরা। যার ৭ টিতে জিতেছেন কার্লসেন, ৫ টিতে প্রজ্ঞানন্দ। ক্ল্যাসিক্যাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ আরও একবার কার্লসেনকে হারিয়ে কি দাবার বিশ্বকাপ জিততে পারবেন প্রজ্ঞানন্দ?
বিশ্বনাথন আনন্দ দাবা বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন ২০০০ ও ২০০২ সালে। এরপর কোনো ভারতীয় প্রতিযোগিতার সেমিফাইনালেই উঠতে পারেননি। ২১ বছর পর এবার প্রজ্ঞাননকে ঘিরেই দাবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতের। এবার প্রজ্ঞাননকে ঘিরেই দাবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতের।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
৬ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে