বাংলাদেশের সোনার স্বপ্ন ভাঙল ভারত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ মে ২০২২, ১৭: ৫২
আপডেট : ১১ মে ২০২২, ২০: ১০

দুই মাস আগে থাইল্যান্ডের ফুকেটে ভারতকে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল। এশিয়া কাপ আর্চারির স্টেজ-ওয়ানে মিশ্র দ্বৈত ও দলীয় নারী ইভেন্টে প্রতিবেশী দেশটিকে হারিয়ে দুই সোনা জিতেছিলেন রোমান সানা-নাসরিন আক্তাররা। বাংলাদেশের কাছে দুই সোনা হারানোর খেদ দুই মাস পর কী কঠিনভাবেই না নিল ভারত!

ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারির স্টেজ টুতে আজ তিন সোনা জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। রিকার্ভের ছেলেদের একক, ছেলে ও মেয়েদের দলীয় ইভেন্টের ফাইনালে উঠেছিলেন রোমান-দিয়া সিদ্দিকীরা। সবগুলো ম্যাচেই বাংলাদেশি তিরন্দাজদের প্রতিপক্ষ ছিল ভারত। তিন ম্যাচেই ভারতীয় প্রতিপক্ষের কাছে হেরে রুপাতেই খুশি থাকতে হয়েছে তিরন্দাজদের। 

আজ দিনের প্রথম খেলায় অবনি, কাউর ভাজান ও লক্ষ্মী হেমব্রমের মুখোমুখি হয়েছিলেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর কপাল পুড়েছে দিয়াদের। শেষ সেটে টাইব্রেকে ভারতের কাছে ৫-৪ সেটে হেরেছেন নারী তিরন্দাজরা। ৪-৪ সেটে সমতায় ম্যাচটা টাইব্রেকে গড়ালে বাংলাদেশ-ভারত দুই দলই স্কোর করেছে ২৯ পয়েন্ট করে। কিন্তু ভারতের তির লক্ষ্যের খুব কাছে থাকায় সোনা জেতা হয়নি বাংলাদেশের। 

ছেলেদের দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। ভারতের মৃণাল চৌহান, সুশান্ত পার্থ ও জুয়েল সরকারের কাছে ৫-১ সেটে হেরেছেন তাঁরা। সোনার শেষ সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন রোমান। কিন্তু ছেলেদের এককে মৃণাল চৌহানের কাছে ৬-২ সেটে হেরে রুপা পেয়েছেন এই তিরন্দাজ। 

শেষ দিনে তিন রুপা জিতে সোনা না পাওয়ার আক্ষেপ নিয়েই শেষ হচ্ছে রোমানদের এবারের এশিয়া কাপ অভিযান। থাইল্যান্ডে তিন সোনাসহ চারটি পদক জিতেছিলেন তিরন্দাজরা। ইরাকে চার রুপাসহ বাংলাদেশের পদকের সংখ্যা সাতটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত